একটা সুপারহিট ছবির জন্য আকুল অপেক্ষা; কেন ৪ বছর ধরে কোনও ছবিতে দেখা যাচ্ছে না? খোলসা করলেন এই তারকা অভিনেতা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Govinda rejected 100 Crore Budget Film: সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ১৯৮৬ সালে বলিউডে প্রবেশ করেছিলেন গোবিন্দা। ৫৯ বছর বয়সী গোবিন্দা ১৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে গোবিন্দাকে শেষ বারের জন্য দেখা গিয়েছিল।
advertisement
advertisement
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ১৯৮৬ সালে বলিউডে প্রবেশ করেছিলেন গোবিন্দা। ৫৯ বছর বয়সী গোবিন্দা ১৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে গোবিন্দাকে শেষ বারের জন্য দেখা গিয়েছিল। যেহেতু ৪ বছর ধরে তাঁর কোনও ছবি আসছে না, তাই ভক্তরা ভেবে নিয়েছিলেন যে, তিনি ছবির কোনও অফার পাচ্ছেন না। তবে গোবিন্দা সম্প্রতি জানিয়েছেন যে, গত বছরেই ১০০ কোটি টাকার বাজেটের প্রজেক্টের প্রস্তাব তাঁর হাতে এসেছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
advertisement
কারণ হিসেবে নতুনত্বের অভাবকেই দায়ী করেছেন প্রবীণ এই অভিনেতা। গণেশ চতুর্থী উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় গোবিন্দা বলেন, “আমি সহজে কোনও কাজ করতে রাজি হই না। যাঁরা মনে করছেন, আমি কোনও কাজ পাচ্ছি না, তাঁদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে, গণপতি বাপ্পা বরাবরই আমার প্রতি সদয় ছিলেন। এই তো গত বছরই আমি ১০০ কোটি টাকার একটি প্রজেক্টের প্রস্তাব নাকচ করে দিয়েছিলাম!”
advertisement
তিনি এ-ও বলেন যে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে থাপ্পড় মেরেছিলাম। কারণ আমি কোনও প্রস্তাব গ্রহণ করছিলাম না। পরিচালক-প্রযোজকরা প্রচুর অর্থের প্রস্তাবও দিয়েছিলেন। তা সত্ত্বেও আমি ওই চরিত্রের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আসলে এখন আমি আগের তুলনায় ভিন্ন কিছু একটা করার ইচ্ছা ছিল। যার মাত্রা হবে আকাশছোঁয়া।”
advertisement