জন্মদিনের পর দিনটা ভাল গেল না KL Rahul-র, ম্যাচ হারের পর কপালে পড়ল জরিমানার খাঁড়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কেএল রাহুলকে ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়৷ কেএল রাহুল আইপিএল আচরণবিধি অনুযায়ি কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ানে দোষী৷
#মুম্বই: লখনউ সুপার জায়ন্টসের (Lucknow Super Giants) মঙ্গলবার আইপিএল ২০২২ এ (IPL 2022) দিনটা ভাল গেল না৷ একে তো এলএসজি বনাম আরসিবি ম্যাচে হারতে হল লখনউ সুপার জায়ন্টসকে৷ পাশাপাশি কেএল রাহুলের (KL Rahul) ম্যাচ ফি কাটা গেল৷ এদিনের ম্যাচে আরসিবি-র কাছে ১৮ রানে হেরে যায়৷ লখনউ সুপার জায়ন্টস৷ এরপর আচরণবিধি ভাঙার কারণে শাস্তি হল৷ কেএল রাহুলকে ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়৷ কেএল রাহুল আইপিএল আচরণবিধি অনুযায়ি কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ানে দোষী৷ কেএল রাহুল নিজের ভুল স্বীকার করে নিয়ে জরিমানা দিয়েছেন৷
এদিকে মার্কস স্টইনিসও আচরণবিধির লেভেল ১ ভুলের জন্য অপরাধী হয়েছেন৷
advertisement
মঙ্গলবার এসএসজি বনাম আরসিবি ম্যাচে (LSG vs RCB) লখনউয়ের জয়ের যেটুকু সামাণ্য সম্ভাবনা ছিল, তা ভুল আম্পায়ারিং-এ একেবারেই ঘেঁটে যায়৷ স্টইনিসকে (Marcus Stonis) আউট করেন জশ হ্যাজেলউড ব্যাঙ্গালোরকে বড় সাফল্য এনে দেন। এদিকে একটি ওয়াইড বল না দেওয়ার পরের বলেই আউট হন আর এই নিয়ে যেভাবে মাঠেই মেজাজ হারিয়ে গালাগালি দেন আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে যায় সেটি৷
advertisement
Marcus Stoinis adding some extra colorful vocabulary to this night of IPL action. pic.twitter.com/vGf7d2oIFp
— Peter Della Penna (@PeterDellaPenna) April 19, 2022
Stoinis almost hit RCB player pic.twitter.com/oFIFFzQF3v
— Big Cric Fan (@cric_big_fan) April 19, 2022
advertisement
ঘটনাটি ঘটেছিল এলএসজি বনাম আরসিবি ম্যাচে লখনউয়ের ইনিংসের ১৯তম ওভারে। ওভারের প্রথম বলটি বড়সড় ওয়াইড ছিল, কিন্তু আম্পায়র বলটি ওয়াইড ডাকেননি। বিরক্ত স্টইনিস এরপরের বলেই চালাতে যান আর পরের বলেই হ্যাজেলউড ক্লিন বোল্ড করে দেন স্টইনিসকে। দলের জয় আর সম্ভব নয় এটা বোল্ড হওয়ার পরেই বুঝে যান স্টইনিস৷ রাগ, হতাশায় প্যাভিলিয়নের দিকে ফিরে গালাগালি করতে দেখা যায় তাঁকে৷ আর স্টাম্প মাইকে তাঁক অশ্রাব্য গালাগালি শোনাও গেছে৷
advertisement
আইপিএলের আচরণবিধি ভাঙার অপরাধে অপরাধী হয়েছেন লখনউ সুপার জায়ন্টসের মার্কস স্টয়নিস৷ স্টইনিস যে ওভারে তিনি আউট হয়েছিলেন তার প্রথম বলটি ওয়াইড ছিল, কিন্তু আম্পায়ার সেটিকে ওয়াইড দেননি। এই কারণেই পরের বলেই তিনি দলের জয়ের প্রয়োজনে চালিয়ে শট খেলতে গিয়ে আউট হয়ে যান৷ স্টইনিস ১৫ বলে ২ চার ও ১ ছক্কার সাহায্যে ২৪ রানে করেছিলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2022 4:41 PM IST