#মুম্বই: পরপর দু ম্যাচে হার জয়ে ফেরার লক্ষ্যে মরিয়া শ্রেয়স আইয়ারের কেকেআর (KKR)৷ এই অবস্থায় সামনে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস৷ কেকেআর বনাম রাজস্থান রয়্যালস আইপিএলে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে৷ ২০ তম ম্যাচে KKR টসে (Toss) জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ৷ এদিকে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অ্যাডভানটেজ কলকাতা নাইট রাইডার্স৷ ১৩ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং ১১ বার ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস৷
আইপিএল ২০২২ এ রাজস্থান রয়্যালস জোরদার শুরু করেছিল৷ পরপর ২ টি ম্যাচ জিতে যায় তারা৷ এপরপর তৃতীয় খেলায় আরসিবি-র কাছে হারে তারা৷ কিন্তু চতুর্থ ম্যাচে ফের জয় পায় তারা৷ লখনউকে হারায় তারা৷ কিন্তু ১৪ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফের তারা হেরে যায়৷ রয়্যালস আইপিএল ২০২২ এ পঞ্চম ম্যাচে খেলে ৩ টি তে জিতেছে, ২ টি হার হয়েছে৷
আরও পড়ুন- Harshal Patel: জীবনযুদ্ধ শেষ দিদির, তাঁর কথা রেখেই ফের মাঠে ফিরে যা বললেন হর্ষল প্যাটেল
আইপিএল ২০২২ (IPL 2022) আজ ৩০ তম ম্যাচ৷ কেকেআর বনাম রাজস্থান (KKR vs RR) ম্যাচ খেলবেন৷ দুই দল ম্যাচ খেলবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে৷ এই লড়াইতে দুই দলই জয়ের লক্ষ্যে নামবে৷ এবারের আইপিএলে কেকেআর ও রাজস্থান রয়্যালস দুই দলেরই পারফরম্যান্স এখনও অবধি মোটামুটি৷ দুই দলই জয়-হার মিলিয়েই চলেছে৷ বর্তমান পয়েন্ট তালিকায় রাজস্থান রয়্যালস পঞ্চম স্থানে এবং কেকেআর ষষ্ঠ স্থানে আছে৷ জেনে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (Kolkata Knight Riders vs Rajasthan Royals) ম্যাচের পিচ রিপোর্ট ও ওয়েদার আপডেট (Weather Update)৷
জয় দিয়ে শুরু হয়েছিল কেকেআরের সফর
আইপিএল ২০২২ এ কেকেআর জয়ের সঙ্গে শুরু করেছিল৷ তারা প্রথম ম্যাচে সিএসকেকে হারায়৷ কিন্তু আরসিবি-র বিরুদ্ধে হেরে যায়৷ এরপর পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর জয় পায়৷ কিন্তু দিল্লি ক্যাপিটাল্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তারা হেরে যায়৷ কলকাতা আইপিএল ২০২২ এ এখনও অবধি ৬ টি ম্যাচ খেলেছে এবং তাতে কেকেআর ৩ টি ম্যাচে জিতেছে এবং ৩ টি ম্যাচে হেরেছে৷
আরআর বনাম কেকেআর ওয়েদার আপডেট
মৌসম বিভাগের খবর অনুযায়ি ১৮ এপ্রিল ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে৷ এই সময়ে আপেক্ষিক আর্দ্রতা ৬৯ শতাংশ হবে৷ ঘণ্টায় ২৩ কিলোমিটার গতিতে হাওয়া বইবে৷ ম্যাচের দিন বৃষ্টির সম্ভবনা নেই৷
রাজস্থান বনাম কেকেআর পিচ রিপোর্ট
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পিচ ফ্ল্যাট যাতে পেসাররা অনেক সুবিধা পাবেন৷ ়যেখানে স্পিনাররা খুব সফল হবে৷ পাশাপাশি ময়দানে ব্যাটসম্যানরাও সুবিধা পাবেন৷ দুই দলের কাছেও পাওয়ার হিটার রয়েছে৷ টস যারা জিতবে তারা যদি ফিল্ডিং নেয় তাহলে সুবিধা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।