Harshal Patel: জীবনযুদ্ধ শেষ দিদির, তাঁর কথা রেখেই ফের মাঠে ফিরে যা বললেন হর্ষল প্যাটেল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আসলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে হর্ষল প্যাটেলের বোনের মৃত্যুর খবর পান৷ এই খবর পাওয়ামাত্রই তিনি বাড়ি ফিরে যান৷
advertisement
advertisement
হর্ষল প্যাটেলের বোনের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘‘আপনি আমার জীবনের সবচেয়ে দয়ালু আর খোশমেজাজের মানুষ ছিলেন৷ নিজের শেষ নিঃশ্বাস অবধি আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন৷ আপনি যখন হাসপাতালে ছিলেন তখনও আপনি সেখান থেকে আমায় খেলায় মন দেওয়ার জন্য বলেছিলেন৷ আর আপনার বিষয়ে চিন্তা করতে মানা করেছিলেন৷’’ (pc: Harshal Patel instagram)
advertisement