KKR, Tim Southee: সাউদির সঙ্গে জুটি বেঁধে চাপে ফেলতে চাই বিপক্ষকে, হুঙ্কার নাইট উমেশের

Last Updated:

KKR Umesh Yadav wants to create pressure on opponents with partner Tim Southee. সাউদির সঙ্গে জুটি বেঁধে চাপে ফেলতে চাই বিপক্ষকে, হুঙ্কার উমেশের

পার্টনার সাউদির সঙ্গে বিপক্ষে চ্যালেঞ্জ জানাতে তৈরি উমেশ
পার্টনার সাউদির সঙ্গে বিপক্ষে চ্যালেঞ্জ জানাতে তৈরি উমেশ
তার সঙ্গে দায়িত্ব সামলাবেন উমেশ যাদব। আইপিএলের মঞ্চে পেসারদের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরা হওয়ার রেকর্ড এখন উমেশ যাদবের দখলে। মোট ৯ বার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন তিনি। বোলারদের মধ্যে একমাত্র লেগস্পিনার অমিত মিশ্র তাঁর চেয়ে বেশিবার (১২) এই সম্মান পেয়েছেন। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জয়ের অন্যতম কারিগর উমেশ বলেছেন, দু’বছর বাদে আইপিএলে সেরার পুরস্কার পেলাম।
advertisement
advertisement
বেশ কিছুদিন সাদা বলের ক্রিকেট খেলিনি। তার পরও আমার উপর ভরসা রাখার জন্য কোচ ও অধিনায়ককে ধন্যবাদ। তাৎপর্যের হল, এবারের আইপিএল শুরু হয়েছিল উমেশের নো বল দিয়ে। কিন্তু দ্রুত শুধরে নেন তিনি। সেই ওভারেই আসে উইকেট। শেষ পর্যন্ত ২০ রানে দুই উইকেট নেন উমেশ। তাঁর কথায়, সুইং করানোয় জোর দিয়েছিলাম। আউটসুইং বোলার হিসেবে শুরুতেই উইকেট পাওয়া দারুণ তৃপ্তির। এতে বিপক্ষের উপর চাপ বাড়ে।
advertisement
নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার বলেছেন, নেটে প্রচুর পরিশ্রম করেছে উমেশ। তারই সুফল পেল। সাউদিকে পাশে পাওয়া বিরাট সুবিধে মনে করেন উমেশ। কিউই পেসারের অভিজ্ঞতা এবং ম্যাচের পরিস্থিতি বুঝে বল করার দক্ষতা সম্পদ কলকাতা নাইট রাইডার্স দলের।
কিন্তু উমেশ যাদব আগেই জানিয়েছিলেন যারা মনে করেন তাকে আর লিমিটেড ওভারের ক্রিকেটে প্রয়োজন নেই, এই আইপিএল তাদের জবাব দিতে চান উমেশ। তাই চেন্নাই সুপার কিংস ম্যাচে যে গতি এবং লাইন, লেন্থ বল করেছেন, আরসিবির বিরুদ্ধেও তেমনই করতে চান উমেশ। সাউদির সঙ্গে জুটি বেঁধে চাপে ফেলতে চান বিরাট কোহলির দলকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR, Tim Southee: সাউদির সঙ্গে জুটি বেঁধে চাপে ফেলতে চাই বিপক্ষকে, হুঙ্কার নাইট উমেশের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement