Ayush Badoni : বাচ্চাটা লম্বা রেসের ঘোড়া! নজর রাখুন, কার সম্পর্কে বললেন অধিনায়ক রাহুল ?

Last Updated:

KL Rahul says Ayush Badoni is Baby AB for them in IPL 2022. রাহুল মনে করেন আয়ুশ বাদোনি সারপ্রাইজ প্যাকেজ। তার নামের প্রথম দুটো অক্ষর দিয়ে তাকে মজা করে বেবি এবি নাম দিয়েছেন রাহুল।

তরুণ আয়ুশ বাদোনিকে নিয়ে সাবধানী কে এল রাহুল
তরুণ আয়ুশ বাদোনিকে নিয়ে সাবধানী কে এল রাহুল
তাঁর ইনিংসে মাহাত্ম্য আরও বেড়ে যায় এই কারণে যে তিনি যখন ব্যাট করতে নামেন, তখন পাঁচ ওভারও হয়নি। দল মাত্র ২৯ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল। সেই প্রবল চাপ থেকে টেনে তুলে দলকে ১৫৮ রানের লড়াকু রানে পৌঁছে দেন বাদোনি। ইনিংসের মাঝপথে দেওয়া সাক্ষাৎকারে তরুণ ব্যাটার বলেন, আমি তো স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিলামই না। অর্ধশতরানের চিন্তাভাবনা ভুলে ব্যাটিং করে যাওয়াটাই আমার লক্ষ্য ছিল।
advertisement
advertisement
নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাইছিলাম। ৫০ পৌঁছনোর পরেই আমি যে মাইলস্টোনে পৌঁছছে তা বুঝতে পারি। অভিষেক ম্যাচের আগে সকলেরই চাপ থাকে। বাদোনিও যে এত বড় মঞ্চে প্রথম ম্যাচের আগে চাপে ছিলেন, সে কথা নির্দ্বিধায় মেনে নিচ্ছেন। আমি গতকাল রাতে ঘুমোতেই পারিনি। ভীষণ নার্ভাস ছিলাম। তবে প্রথম বাউন্ডারিটি মারার পরেই আত্মবিশ্বাস আসে অল্প অল্প করে।
advertisement
প্রথমে বলটা একটু মুভ করছিল। তবে ছয় ওভারের পর তো তা বন্ধই হয়ে যায়। জানান ২২ বছর বয়সি বাদোনি। তাঁর দুর্দান্ত ইনিংসও কিন্তু শেষমেশ দলকে জয় এনে দিতে পারিনি। পাঁচ উইকেটে ম্যাচ হেরে যায় লখনউ। অধিনায়ক কে এল রাহুল মনে করেন আয়ুশ বাদোনি সারপ্রাইজ প্যাকেজ। তার নামের প্রথম দুটো অক্ষর দিয়ে তাকে মজা করে বেবি এবি নাম দিয়েছেন রাহুল।
advertisement
লখনউ যে লড়াই করার মতো জায়গায় পৌঁছতে পেরেছিল, তার পেছনে দীপক হুদা এবং বাদোনির অবদান ছিল। সবচেয়ে বড় কথা প্রচণ্ড চাপের মুহূর্তে যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের নার্ভ ফেল করে যায়, সেখানে তরুণ বাদোনির নির্দ্বিধায় শট খেলেছেন শামি, ফার্গুসন, হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে। সুনীল গাভাসকার পর্যন্ত জানিয়ে দিয়েছেন আয়ুশ বাদোনি লম্বা রেসের ঘোড়া। ছেলেটার মধ্যে বড় ব্যাটসম্যান হওয়ার সব উপকরণ রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ayush Badoni : বাচ্চাটা লম্বা রেসের ঘোড়া! নজর রাখুন, কার সম্পর্কে বললেন অধিনায়ক রাহুল ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement