৬,৬,৬,৬,৬,৬! যুবরাজকে মনে করালেন পোলার্ড, রইল 'ধ্বংসলীলার' ভিডিও

Last Updated:

কায়রন পোলার্ড (Kieron Pollard), নামটাই যথেষ্ট! ক্যারিবিয়ান 'পাওয়ারহিটার' ফের একবার প্রমাণ করে দিলেন টি-২০ ফর্ম্যাটে কেন পোলার্ড বিপক্ষের ত্রাস৷

#অ্যান্টিগা: কায়রন পোলার্ড (Kieron Pollard), নামটাই যথেষ্ট! ক্যারিবিয়ান 'পাওয়ারহিটার' ফের একবার প্রমাণ করে দিলেন টি-২০ ফর্ম্যাটে কেন পোলার্ড বিপক্ষের ত্রাস৷ এবার আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসাবে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর মাইলস্টোন স্পর্শ করলেন তিনি৷ মঙ্গলবার রাতে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ অ্যাঞ্জেলো ম্যাথিউজে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের (West Indies vs Sri Lanka) প্রথম ম্যাচে নেমেছিল৷ অ্যান্টিগার কোলরিজ ক্রিকেট গ্রাউন্ড দেখল পোলার্ডের 'ধ্বংসলীলা'
টস জিতে পোলার্ড ব্যাট করতে পাঠান ম্যাথিউজদের৷ ক্যারিবিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তোলে স্কোরবোর্ডে৷ জবাবে ৪১ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় পোলার্ড অ্যান্ড কোং৷ পোলার্ড ব্রিগেডের জয়ের অন্যতম কারিগর পোলার্ড নিজেই৷
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১১ বলে ঝোড়ো ৩৮ রান করেন তিনি৷ মাত্র ১৮ মিনিট ক্রিজে থেকেই যা করার করে দিয়ে যান তিনি৷ শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয় পোলার্ডকে বল করার আগের ওভারেই হ্যাটট্রিক করে আনন্দে মেতে উঠেছিলেন৷ কিন্তু ধনঞ্জয় জানতেন না যে, তাঁর জন্য অভিশপ্ত রাত অপেক্ষা করে রয়েছে৷ ধনঞ্জয়ের করা ৬টি বলই পোলার্ড পাঠালেন গ্যালারিতে৷ দলের স্কোরবোর্ড ৬২/৪ থেকে পাওয়ারপ্লে-র ওভারের পর পোলার্ড নিয়ে গেলেন ৯৮/৪-এ৷
advertisement
advertisement
দেখে নিন সেই ভিডিও:
advertisement
পোলার্ডের আগে মাত্র ২ জন ব্যাটসম্যানই পেরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬টি ছয় মারতে৷ ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস (Herschelle Gibbs) নেদারল্যান্ডসের ড্যান ফান বাঞ্জির ওভারের প্রতিটা বলে ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন৷ সেবছরই টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিং (Yuvraj Singh) ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) সঙ্গে ঠিক একই আচরণ করেছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৬,৬,৬,৬,৬,৬! যুবরাজকে মনে করালেন পোলার্ড, রইল 'ধ্বংসলীলার' ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement