‘‘ স্মিথ কোনও ক্রিমিনাল নয়..’’, বল বিকৃতি কাণ্ডে অজি অধিনায়কের পাশেই পিটারসেন, ওয়ার্নরা
Last Updated:
নিজেদের দোষ কবুল করেও ক্রিমিনালের তকমাই এখন পাচ্ছেন স্মিথরা ৷
#জোহানেসবার্গ: বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসনের শাস্তি ঘোষণার পরেও শান্তি নেই স্মিথ-ওয়ার্নারদের ৷ নিজেদের দোষ কবুল করেও ক্রিমিনালের তকমাই এখন পাচ্ছেন তাঁরা ৷ জোহানেসবার্গ বিমানবন্দর থেকে বুধবার দেশে ফেরার বিমান ধরার সময় অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথকে উদ্দেশ্য করে সবাই ‘চিটার চিটার ’ বলে চিৎকার করে ওঠেন ৷ এই দৃশ্য দেখার পর এখন অনেক প্রাক্তন ক্রিকেটাররই স্মিথের সমর্থনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ৷ নিজের ফেসবুক পেজে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন স্মিথের বিমানবন্দর থেকে বেরিয়ে আসার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘‘ এটা করা মোটেই ঠিক হয়নি ৷ স্মিথ কোনও ক্রিমিনাল নন ৷ ’’
advertisement
প্রাক্তন অস্ট্রেলিয়ার লেগস্পিনার শ্যেন ওয়ার্নও এব্যাপারে স্মিথদের পাশেই দাঁড়িয়েছেন ৷ তিনি বলেন, ‘‘ ওদের কী শাস্তি দেওয়া উচিত, সেটা আমি এখনও ভাবার চেষ্টা করে চলেছি। সাজা অবশ্যই কঠোর হওয়া উচিত। কিন্তু যদি এক বছরের জন্য নির্বাসিত করা হয়, তাহলে তা কিন্তু অপরাধের সঙ্গে মোটেও মানানসই হয় না। আবেগকে দূরে ঠেলে বলছি, আমরা সবাই ক্ষুব্ধ। ওদের আচরণ ক্ষমার অযোগ্য। ওদের কঠোর শাস্তি হওয়াই উচিত। কিন্তু এক বছরের নির্বাসন সমর্থনযোগ্য নয়। আমি হলে ওদের অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতাম, চতুর্থ টেস্টে খেলতে দিতাম না এবং বিপুল অঙ্কের জরিমানা করতাম। কিন্তু তারপরেও ওদের খেলতে দিতাম।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2018 2:01 PM IST