Kanchenjunga Summit: চন্দননগরের পাহাড় কন্যার হল না, ফোর্থ সামিট ক্যাম্পে এল জ্বর, কাঞ্চনজঙ্ঘা জয় এবারের মত হল না

Last Updated:

Kanchenjunga Summit: লক্ষ্যের কাছাকাছি পৌঁছেও অসুস্থতার কারণে বাড়ি ফিরতে হলো পর্বত কন্যাকে

পিয়ালী বসাক 
পিয়ালী বসাক 
হুগলি: লক্ষ্যের কাছাকাছি পৌঁছেও লক্ষ্য পূরণ হল না পাহাড় কন্যার। হুগলির চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাক রওনা দিয়েছিলেন দুর্গম কাঞ্চনজঙ্ঘা অভিযানে। বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ জয় করার অঙ্গীকার নিয়ে। তবে পাহাড় চূড়োয় অসুস্থ হয়ে পড়েন পিয়ালি। যে কারণে চার নম্বর সামিট ক্যাম্প থেকে ফিরতে হচ্ছে বঙ্গকন্যাকে।
এর আগে পৃথিবীর চতুর্দশ উচ্চতম শৃঙ্গ শিশাপাংমা অভিযানে যেতে চেয়েছিলেন পিয়ালি। যে শৃঙ্গের উচ্চতা ২৬,৩০০ ফুট। উত্তর দিকে তিব্বত। সেদিক দিয়েই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযান শুরু করতে চেয়েছিলেন পিয়ালি। কিন্তু চিন প্রশাসন অনুমতি না দেওয়ায় সেই অভিযান মুলতুবি রাখতে হয় পিয়ালিকে।
পরিবর্তে তিনি বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ, ২৮১৭০ ফুট উচ্চতার কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়েছিলেন। প্রায় শৃঙ্গজয়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু অসুস্থ হয়ে পড়েন পিয়ালি। সঙ্গে আবহাওয়াও খারাপ হয়। যে কারণে তাঁকে ফিরে যেতে বলেন পর্বতারোহণের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সংস্থা। তাই ফিরতে হচ্ছে পিয়ালিকে।
advertisement
advertisement
নেপালের দিক থেকে কাঞ্চনজঙ্ঘা আরোহণ শুরু করেছিলেন পিয়ালি। অভিযান সমাপ্ত না করেই ফিরতে হচ্ছে বলে মন খারাপ। ফেরার সময় ট্রেনের টিকিট পাননি। তাই রক্সৌল থেকে বাসে প্রায় ১৬-১৭ ঘণ্টার সফর করে বর্ধমানে আসছেন। সেখান থেকে শনিবার দুপুরের দিকে চন্দননগরের তাঁর বাড়িতে ফিরবেন পিয়ালি।
advertisement
পিয়ালি বললেন, ‘চার নম্বর সামিট ক্যাম্পে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে জ্বর হয়। সঙ্গে কাশি। এর আগে কখনও পাহাড়ে উঠে কাশি হয়নি। এই অভিজ্ঞতা প্রথম। জানলাম, পাহাড়চূড়োয় কাশি কী মারাত্মক। তবে ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক ওষুধ দিয়েছিলেন। খেয়ে কিছুটা সুস্থও হয়েছিলাম। তার ওপর আবহাওয়া খারাপ হয়ে পড়ে। ঝঞ্ঝার মধ্যে ওপরে ওঠার ব্যাপারে আপত্তি জানায় সংশ্লিষ্ট এজেন্সি। যদিও সেনাবাহিনী থেকে ওপরে ওঠার কথা বলা হয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপ হয়ে পড়ায় আর সম্ভব হয়নি। এমনিতেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চেয়েও দুর্গম কাঞ্চনজঙ্ঘা অভিযান।’
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kanchenjunga Summit: চন্দননগরের পাহাড় কন্যার হল না, ফোর্থ সামিট ক্যাম্পে এল জ্বর, কাঞ্চনজঙ্ঘা জয় এবারের মত হল না
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement