French Open Champion: সুরকির কোর্টে ২১ বছরের কোকো গফের দারুণ দাপট, এক নম্বর তারকাকে হারিয়ে জিতলেন ফরাসি ওপেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Coco Gauff French Open Champion: ২১ বছরের কোকো গফ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন, প্রথম সেট হারানোর পর ওয়ার্ল্ড নম্বর ওয়ান সাবালেঙ্কাকে হারালেন
Coco Gauff French Open Champion: ২১ বছরের মহিলা টেনিস খেলোয়াড় কোকো গফ ফ্রেঞ্চ ওপেনের খেতাব জিতে নিয়েছেন। ওয়ার্ল্ড নম্বর ২ আমেরিকার গফ বিশ্ব নম্বর ওয়ান বেলারুশের আরয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার ফরাসি ওপেন মহিলাদের সিঙ্গলেস জিতলেন৷ গফ এই নিয়ে সাবালেঙ্কাকে দ্বিতীয় কোনও গ্র্যান্ডস্ল্যামে হারালেন৷
আমেরিকার টেনিস সেনসেশন কোকো গফ প্রথম সেটে পিছিয়ে পড়ার পরেও দারুণভাবে ফিরে এসে ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যামের মহিলাদের সিঙ্গলেস খেতাব জিতে নিয়েছেন। বিশ্ব দ্বিতীয় বাছাই কোকো ফাইনালে আরয়ানা সাবালেঙ্কার বিরুদ্ধে নাটকীয়ভাবে জয় লাভ করেছেন। এটি দ্বিতীয়বার যখন কোকো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েছেন। কোকো শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সাবালেঙ্কাকে ৬-৭ (৫/৭), ৬-২, ৬-৪ তে হারিয়েছেন। এর আগে কোকো ২০২৩ ইউএস ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন।
advertisement
গফের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এর আগে ২০২৩ আমেরিকান ওপেন জিতেছেন। রোলাঁ গাঁরোতে ২০১৩ সালের পর প্রথমবার বিশ্বের প্রথম এবং দ্বিতীয় নম্বর খেলোয়াড়ের মধ্যে ফাইনাল খেলা হল৷
advertisement
বারো বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভাকে হারিয়ে খেতাব জিতেছিলেন। গত ৩০ বছরে এটি দ্বিতীয়বার যখন শীর্ষ দুই খেলোয়াড়ের মধ্যে খেতাবি লড়াই হল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2025 12:13 AM IST