Jai Shree Ram: ভারতকে এক দিনের সিরিজ ৩-০-তে হারিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বললেন ‘জয় শ্রী রাম’ !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Keshav Maharaj celebrates series win with 'Jai Shree Ram': এক দিনের সিরিজ ৩-০-তে জিতে নিয়ে এখন স্বভাবতই সেলিব্রেশন মুডে দক্ষিণ আফ্রিকা ৷
জোহানেসবার্গ: টেস্ট সিরিজে হারের পর ওয়ান ডে সিরিজে অন্তত ঘুরে দাঁড়াবে ভারত, এমনটাই আশা করা হয়েছিল ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে ভালোমতোই বিপর্যস্ত টিম ইন্ডিয়া ৷ এক দিনের সিরিজ ৩-০-তে জিতে নিয়ে এখন স্বভাবতই সেলিব্রেশন মুডে দক্ষিণ আফ্রিকা ('Jai Shree Ram' by South Africa's Keshav Maharaj ) ৷
কিন্তু প্রোটিয়াদের সেলিব্রেশনে সবচেয়ে বেশি নজর কেড়েছেন দলের অন্যতম সদস্য কেশব মহারাজ ৷ কারণ অবশ্যই সোশ্যাল মিডিয়ায় করা তাঁর একটি পোস্ট ৷ টিমের একটি ছবি দিয়ে তাতে ক্যাপশনে কেশব লিখেছেন ‘জয় শ্রী রাম’(Jai Shree Ram) ৷
advertisement
advertisement
কেশব লেখেন, ‘দুর্দান্ত একটা সিরিজ খেললাম আমরা। এই দলের জন্য এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। আমরা কতটা উন্নতি করেছি, তা স্পষ্ট। এ বার পরের সিরিজের জন্য নিজেদের নতুন করে তৈরি করতে হবে। জয় শ্রী রাম।’
advertisement
বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খুব সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছে ৷ পারফরম্যান্সও খুব একটা আহামরি ছিল না তাঁদের ৷ এই অবস্থায় ঘরের মাঠে হলেও ভারতের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে প্রোটিয়া ক্রিকেটাররা কেমন পারফরম্যান্স করেন, সেটাই ছিল দেখার ৷ ওমিক্রনের ধাক্কায় এই সিরিজ একসময় হওয়া নিয়েই সংশয় ছিল ৷ কারণ আর যেখানেই হোক না কেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অনেকেই রাজি হচ্ছিলেন না ৷ শেষপর্যন্ত অবশ্য সিরিজ হল ৷ এবং ভারতকে টেস্টের পর ওয়ান ডে সিরিজেও পরাস্ত করতে সফল কুইন্টন ডি ককরা ৷
advertisement
ভারতকে ৩-০ -তে হারিয়ে উচ্ছ্বসিত কেশব মহারাজ ৷ তিনি ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে ‘জয় শ্রীরাম’ উল্লেখ করেন ৷ সিরিজে তিনটি ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছেন মহারাজ। এর মধ্যে শেষ দু’টি ম্যাচে রয়েছে বিরাট কোহলির উইকেট। দ্বিতীয় ম্যাচে ০ রানে বিরাটকে আউট করেছিলেন কেশব।
Location :
First Published :
January 25, 2022 2:55 PM IST