Viral Video: সাধের গাড়ি কিনতে গিয়ে অপমানিত হলেন কৃষক, তোলপাড় সোশ্যাল মিডিয়া!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video of Karnataka farmer getting Rs 10 lakh to buy car: চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুরে। স্বভাবতই এই ঘটনা সামনে আসার পর থেকেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই ওই কৃষকের গাড়ি কেনার দৃশ্যটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বেঙ্গালুরু: কথায় বলে সাধ ও সাধ্য মিলে গেলে আর ঠেকায় কে! ছোটবেলা থেকেই অনেক মানুষের স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি অথবা দামি গাড়ির। অন্যদের মতো তিনিও স্বপ্ন দেখেছিলেন। কিন্তু স্বপ্ন ও সাধ তো পূরণ হলই না, শেষ পর্যন্ত গাড়ির শো-রুম থেকে অপমানিত হয়ে ফিরতে হল গ্রামের সাদামাটা কৃষককে (Viral Video of Karnataka farmer getting Rs 10 lakh to buy car)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুরে। স্বভাবতই এই ঘটনা সামনে আসার পর থেকেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই ওই কৃষকের গাড়ি কেনার দৃশ্যটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।
জানা গিয়েছে, কর্ণাটক রাজ্যের বাসিন্দা কেম্পেগৌড়া (Kempegowda)। পেশায় তিনি একজন সুপারি চাষি। তাঁর সাধ হয়েছিল চারচাকা গাড়ি ক্রয় করার। সেই মতো ওই কৃষক গাড়ি ক্রয় করতে গিয়েছিলেন কর্ণাটকের টুমকুরের মাহিন্দ্রার শোরুমে। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু এক মুহূর্তে বদলে গেল ছবিটা।
advertisement
advertisement
Mahindra Car showroom salesman taunted a farmer aftr seeing his attire when he visited showroom to buy Bolero Pik-up. Farmer Kempegowda alleged field officer of showroom made fun of farmer & his attire, told him tat car is not worth 10 rupees for him to buy. @anandmahindra pic.twitter.com/9fXbc5naY7
— Sagay Raj P || ಸಗಾಯ್ ರಾಜ್ ಪಿ (@sagayrajp) January 23, 2022
advertisement
সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই কৃষক শোরুমে ঢুকে গাড়ি ক্রয়ের কথা বলা মাত্রই শোরুমের একজন সেলসম্যান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। পাশাপাশি ওই কৃষককে কটূক্তিও করেন সেলসম্যান। ঘটনায় প্রথমে বেশ কিছুটা হকচকিয়ে যান ওই কৃষক। এমনকী, ১০ লক্ষ টাকা দামের একটি গাড়িও পছন্দ করেন তিনি (Viral Video of Karnataka farmer getting Rs 10 lakh to buy car)।
advertisement
জানা গিয়েছে, শোরুমের সেলসম্যান ক্রেতাকে জানান ১০ লক্ষ টাকা দিয়ে ওই কৃষক গাড়িটি ক্রয় করতে পারবেন না। কারণ অত বড় অঙ্কের টাকা ওই কৃষকের কাছে নেই বলেই অনুমান করেন শোরুমের সেলসম্যান।
এর পর ওই সেলসম্যানের আচরণে বিরক্ত হন কৃষক। তিনি শোরুমের সেলসম্যানকে জানান ১০ লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে তাঁর। এবং উপযুক্ত দাম দিয়েই তিনি পছন্দসই গাড়িটি ক্রয় করতে চান। এমনকী মাত্র আধ ঘণ্টার ব্যবধানে ওই কৃষক ১০ লক্ষ টাকা জোগাড়ও করেন।
advertisement
ওই সেলসম্যানের কথায় অপমানিত হয়ে কৃষক নগদ ১০ লক্ষ টাকা দিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য মনস্থির করলে সেলসম্যান ওই কৃষককে জানান তিনি এখনই ওই কৃষককে গাড়িটি দিতে পারবেন না। কারণ গাড়ি ক্রয়ের পদ্ধতিটি দীর্ঘমেয়াদী বলে ওই কৃষককে জানান সেলসম্যান।
advertisement
অপেশাদার এই আচরণে অপমানিত বোধ করে কৃষক সেলসম্যানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। শেষ পর্যন্ত গাড়ি না কিনেই শোরুম থেকে ফিরে আসেন ওই কৃষক। এমনকী ওই শোরুমের অভিযুক্ত সেলসম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগও করেন তিনি। পরে অবশ্য গোটা ঘটনার জন্য ওই কৃষকের কাছে ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত সেলসম্যান। জানা গিয়েছে, ওই কৃষকের গাড়ি ক্রয়ের মুহূর্তের গোটা ভিডিওটি ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা ইতিমধ্যেই ভাইরালও হয়েছে।
view commentsLocation :
First Published :
January 25, 2022 12:49 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সাধের গাড়ি কিনতে গিয়ে অপমানিত হলেন কৃষক, তোলপাড় সোশ্যাল মিডিয়া!