India vs New Zealand: জাদেজার ফর্ম কতটা চিন্তায় রাখছে ভারতকে? সাংবাদিক বৈঠকে বলে দিলেন সিরাজ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs New Zealand: অলরাউন্ডার জাদেজার ফর্ম নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। শনিবার ভারতের পেসার মহম্মদ সিরাজ আত্মবিশ্বাসী হয়ে জানান, খুব দ্রুত ছন্দে ফিরবেন জাদেজা। সিরাজ বলেছেন, জাদেজার সেরা ফর্মে ফেরার জন্য শুধু একটা উইকেটই যথেষ্ট।
অলরাউন্ডার জাদেজার ফর্ম নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। শনিবার ভারতের পেসার মহম্মদ সিরাজ আত্মবিশ্বাসী হয়ে জানান, খুব দ্রুত ছন্দে ফিরবেন জাদেজা। সিরাজ বলেছেন, জাদেজার সেরা ফর্মে ফেরার জন্য শুধু একটা উইকেটই যথেষ্ট।
চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুইটি ODI-তে জাদেজা কোনও উইকেট পাননি। গত দুই ম্যাচে তাঁর বোলিংয়ে অবদান- ০/৪৪ এবং ০/৫৬। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে তিনি মাত্র একটাই উইকেট পেয়েছিলেন। সিরাজ শনিবার প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছেন, “আমি মনে করি না জাদেজার ফর্ম নিয়ে কোনও চিন্তা আছে। এটা শুধু একটা উইকেটের ব্যাপার। একবার সেই উইকেট পেলে, আপনি একেবারে অন্যরকম বোলারকে দেখতে পাবেন।”
advertisement
advertisement
জাদেজা ভারতের হয়ে বিভিন্ন সময়ই ভরসাযোগ্য হয়ে উঠেছেন। একদিনের ক্রিকেটে ২০৯ ম্যাচে প্রায় ২,৯০০ রান এবং ২৩২ উইকেট পেয়েছেন, গড় ৩২-এর একটু বেশি। সিরাজ বলেছেন, দ্বিতীয় একদিনের ক্রিকেটে চাপের মুখে পড়লেও বোলিং ইউনিট আত্মবিশ্বাসী ছিল, সেখানে কিছু সুযোগ মিসের কারণে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। সিরাজ বলেন, “আমরা দুই ম্যাচেই খুব ভাল খেলেছি। প্রথম ODI-তে আমাদের বোলিং আর ব্যাটিং দুটোই ভাল ছিল। দ্বিতীয় ম্যাচে, শুরুতে উইকেট পড়ে গেলেও KL Rahul ভাল ব্যাটিং করেছে আর Nitish Reddy-ও অবদান রেখেছে।”
advertisement
দ্বিতীয় ম্যাচে ডারিল মিচেল ভারতের হাত থেকে ছিনিয়ে নেন ম্যাচ। এই প্রসঙ্গে সিরাজ বলেন, “সুযোগ ছিল। যখন ক্যাচ পড়ে গেল, যদি আমরা সেই চান্সটা নিতে পারতাম, তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। বিশ্বমানের ব্যাটাররা বেশি সুযোগ দেয় না, আর একবার পেলে সেটা কাজে লাগায়।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2026 8:17 PM IST









