IPL Cheerleaders Scary Experience: ‘সকলে চিৎকার করছিল’- পঞ্জাব বনাম দিল্লি ম্যাচে ঠিক কী হয়েছিল, কেমন করে ছড়াল আতঙ্ক ভাইরাল চিয়ারলিডারের ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2025 Postponed By BCCI: ভারত-পাকিস্তান বর্তমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইপিএল ২০২৫
ধরমশালা: বৃহস্পতিবার ধরমশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-র ম্যাচ বাতিল হওয়ার পর ভেন্যু থেকে এক চিয়ারলিডারের আতঙ্কিত মুখের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। পঞ্জাব কিংস (পিবিকেএস) এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি)-র মধ্যে খেলাটি ‘টেকনিক্যাল এরর’- অর্থাৎ প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝপথে বাতিল করা হয়েছিল কারণ ফ্লাডলাইট কাজ করা বন্ধ করে দিয়েছিল।
তবে, ম্যাচটি স্থগিত করার ঘটনাটি ঘটে যখন পাকিস্তান উত্তর ও পশ্চিম সীমান্তের ওপারে জম্মু ও জয়সলমীরের মতো শহরগুলি সহ একাধিক ভারতীয় শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই ভয়ের সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়, ম্যাচ স্থগিত করা হয় এবং ফ্যানদের সরিয়ে নেওয়া হয়।
advertisement
ধরমশালা পাকিস্তান সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় এবং ১১ মে এই ভেন্যুতে যে খেলাটি হওয়ার কথা ছিল তা আগেই ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সীমান্তে আক্রমণ শানানোর কারণে আহমেদাবাদে স্থানান্তরিত করা হয়েছিল৷ কিন্তু বৃহস্পতিবারের পিবিকেএস বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনও কারণে সরায়নি৷ ফলে ৮ মে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল তারা। তা সত্ত্বেও ম্যাচ চলাকালীন যেই ফের পাকিস্তানের ড্রোন ও মিসাইল উৎক্ষেপণ শুরু হয় তখন কোনও দুর্ঘটনা ঘটার আগেই ভাল বুদ্ধির পরিচয় দিয়েছিল আইপিএল পরিচালন সমিতি৷
advertisement
advertisement
দেখুন চিয়ারলিডারের ভয় পাওয়া মুহূর্তের ভাইরাল ভিডিও (Viral Video)
According to indian media IPL match in Dharamsala stopped due to floodlight issue, but reality related to security issues.
A cheerleader shared a video on social media. pic.twitter.com/AwUlLt07Eh— 🗿 (@Pasandeeda_Mard) May 8, 2025
advertisement
“Very very scary” – Cheer leader’s SHOCKING video from Punjab Kings Vs Delhi Capitals IPL match in Dharamshala. pic.twitter.com/S830aDKer3
— Manobala Vijayabalan (@ManobalaV) May 8, 2025
আইপিএল চিয়ারলিডার: সবাই চিৎকার করছিল ‘বোমা আসছে’
আইপিএলের এই ম্যাচে একজন চিয়ারলিডার সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলে উপস্থিত সকলের ভয়ের কথা শেয়ার করেছেন। “খেলার মাঝখানে পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হয়েছিল। এটা খুবই ভয়াবহ ছিল,” ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি বলেন।
advertisement
“সবাই চিৎকার করছিল যে বোমা আসছে। এটা এখনও খুব ভয়ঙ্কর। আমরা সত্যিই ধর্মশালা ছেড়ে যেতে চাই। আমি আশা করি আইপিএলের আয়োজকরা আমাদের দেখাশোনা করবে।” তিনি আরও বলেন, ‘‘আমি জানি না কেন আমি কাঁদছি না; হয়তো আমি এখনও হতবাক।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 1:59 PM IST