ঢাকা: ভারতের ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেটের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের সঙ্গে শুধু বাংলাদেশ কেন, ক্রিকেট বিশ্বের অন্য টুর্নামেন্টের তুলনা চলে না - ঢাকায় দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির রোড ম্যাপ কিভাবে হওয়া উচিত সেটাও বাতলে দিলেন সৌরভ। সৌরভ গাঙ্গুলি মনে করেন, বিপিএলের মত ফ্র্যাঞ্চাইজি আসরের প্রয়োজনীয়তা আছে এবং এ আসর দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
শুক্রবার দুপুরে গুলশানে বিসিবি পরিচালক ইফতিখার রহমান মিঠুর বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপে সৌরভ বলেন, আমার মতে, ফ্র্যাঞ্চাইজিভিত্তিকও থাকবে আবার আন্তর্জাতিক ক্রিকেটও থাকবে। কারণ দেশের হয়ে খেলার মতো গর্ব তো কোনো কিছুতে নেই। যখন ক্যারিয়ার শেষ হবে, তখন ওটাই থেকে যাবে যে- বাংলাদেশ, ভারত বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের হয়ে কে কতটা খেলেছে। সেটা আল্টিমেটলি থেকে যাবে।
তো আমি মনে করি, দেশের হয়ে খেলা খুব গর্বের। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও থাকবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থাকা দরকার। এমন মন্তব্য করে তার কারণও ব্যাখ্যা করেছেন প্রিন্স অব কলকাতা। তার ভাষায় বিপিএল কত ক্রিকেটারের কত সুযোগ করে দিয়েছে। কারণ সবাই তো আর দেশের হয়ে খেলতে পারে না, ১৫-১৬ জন খেলে। আরও কত প্রতিভা থাকে।
তারা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। তারা এক্সপোজার পায়। তাদের ইনকাম হয় সারা পৃথিবীতে খেলে। ভারতের সাথে বাংলাদেশের বিপিএলের কোনরকম তুলনায় যেতে চান না সৌরভ। তার কথা, আইপিএল একটা ভিন্ন জায়গা। আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেটারদের প্লেয়ার এভেইলেবিলিটি, ফাইনানশিয়াল বিষয়টা অনেক বেশি, বিস্তৃত।
এনএফএলের পর বিশ্বের সবচেয়ে বড় লিগ আইপিএল। এতেই বোঝা যায়, আইপিএল আসলে কী! তো আমি তুলনা করতে চাই না। তোমাদের বিপিএলও ভাল হয়। পাশাপাশি সৌরভ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আরও কিভাবে সম্ভব তা নিয়ে আলোচনা হয়েছে নাজমুল হাসান পাপনের সঙ্গে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় দরিদ্র ক্রিকেটারদের কিভাবে তুলে আনা যায় সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BPL 2022, IPL, Sourav Ganguly