KKR : ৬৪.৩০ কোটি টাকা ব্যাগে, ২ দিন পর নিলাম, এবার আইপিএলে কেমন টিম গড়বে কেকেআর, দেখে নিন আইপিএল নিলামের আগে

Last Updated:

Kolkata Knight Riders : মঙ্গলবার অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ১০টি দলের মধ্যে পার্সে (৬৪.৩০ কোটি টাকা) সব থেকে বেশি টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। গত মরশুমে দলের পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না।

News18
News18
নয়াদিল্লি : মঙ্গলবার অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ১০টি দলের মধ্যে পার্সে (৬৪.৩০ কোটি টাকা) সব থেকে বেশি টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। গত মরশুমে দলের পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। কেকেআর ২০২৪ সালের শিরোপা রক্ষার কাছাকাছিও পৌঁছতে পারেনি। এমন পরিস্থিতিতে নিলামে কেকেআরের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চ্যালেঞ্জ থাকবে, কারণ দলে একাধিক জায়গায় ঘাটতি রয়েছে। চলুন দেখে নেওয়া যাক, নিলাম টেবিলে কেকেআর কী কৌশল নিতে পারে!
ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, এনরিক নরখিয়া এবং স্পেনসর জনসনের মতো খেলোয়াড়দের নিলামে ছেড়ে দেওয়া সত্ত্বেও তিনবারের চ্যাম্পিয়ন দলের মূল কাঠামো এখনও যথেষ্ট শক্তিশালী। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং এবং হর্ষিত রানা—এই খেলোয়াড়দের ঘিরেই দলের ভিত গড়ে উঠেছে। অজিঙ্ক রাহানে, রমনদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী এবং বৈভব অরোড়ার মতো খেলোয়াড়রা অবদান রাখতে পারেন। কেকেআরের নজর থাকবে এমন তিনজন বিদেশি খেলোয়াড়ের দিকে, যাঁরা সরাসরি দলের প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে পারবেন।
advertisement
কোন কোন খেলোয়াড়কে রিটেন করা হয়েছে:
অজিঙ্ক্য রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীষ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোড়া, বরুণ চক্রবর্তী।
advertisement
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কেকেআরের অগ্রাধিকার তালিকার একেবারে শীর্ষে থাকবেন। কারণ তিনি আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে আদর্শ প্রমাণিত হতে পারেন। যদি কেকেআর গ্রিনকে টপ অর্ডারে মানিয়ে নিতে পারে, তাহলে রোভম্যান পাওয়েলকে ফিনিশারের ভূমিকায় ব্যবহার করতে পারে—যে ভূমিকায় রাসেল বছরের পর বছর ধরে খেলে এসেছেন।
advertisement
দলে কোনও ফ্রন্টলাইন উইকেটকিপার নেই। তাই আবারও তারা কুইন্টন ডি কক বা রহমানউল্লাহ গুরবাজের দিকে ঝোঁকে কি না, সেটাই দেখার বিষয় হবে। ডি ককের গত মরশুম খুব একটা ভাল যায়নি। তবে সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রেখে কেকেআর তাঁকে আবার সুযোগ দিতে পারে। যদি তা না হয়, তাহলে জনি বেয়ারস্টো ও ফিন অ্যালেনের মতো দু’জন বিস্ফোরক ওপেনারও বিকল্প হতে পারেন, যাঁরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ।
advertisement
আরও পড়ুন- ক্ষোভে ফুঁসছে মেসি ভক্তরা, হামলার আশঙ্কায় শতদ্রুর বাড়িতে পুলিশ পিকেট, টাকা ফেরতের দাবি
নিলামে ইংল্যান্ডের বেন ডাকেটকে উইকেটকিপার ক্যাটেগরিতে রাখা হয়েছে। বাঁ-হাতি এই আক্রমণাত্মক ব্যাটারকেও কেকেআর পরীক্ষা করে দেখতে পারে। আর যদি দল আনক্যাপড ভারতীয় খেলোয়াড়দের সুযোগ দিতে চায়, তাহলে তুষার রেহেজা ও কার্তিক শর্মা তাদের শীর্ষ পছন্দ হবেন।
advertisement
কোন খেলোয়াড়দের দিকে নজর থাকবে?
সম্ভাবনা রয়েছে, কেকেআর আবারও ভেঙ্কটেশ আইয়ারকে কেনার চেষ্টা করবে, বিশেষ করে যদি তাঁকে কম দামে পাওয়া যায়। কারণ, যে কোনও ব্যাটিং পজিশনে খেলার ক্ষমতা দলকে বাড়তি নমনীয়তা দেয়। বিদেশি ফাস্ট বোলারদের মধ্যে দলের নজর থাকতে পারে মাথিশা পাতিরানার উপর। তাঁকে তারা মেন্টর ডোয়েন ব্রাভোর সঙ্গে আবার জুটি বাঁধাতে চাইবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR : ৬৪.৩০ কোটি টাকা ব্যাগে, ২ দিন পর নিলাম, এবার আইপিএলে কেমন টিম গড়বে কেকেআর, দেখে নিন আইপিএল নিলামের আগে
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement