Satadru Dutta Arrest: ক্ষোভে ফুঁসছে মেসি ভক্তরা, হামলার আশঙ্কায় শতদ্রুর বাড়িতে পুলিশ পিকেট, হাজার হাজার টিকিটের টাকা ফেরতে অনড় ফ্যানরা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Satadru Dutta Arrest: মেসির বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করে রাজি করানো। তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষন ঠিক করেন। আজ ১৩ ডিসেম্বর সেই মেসির শো'য়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন। হাজার হাজার মেসি ভক্ত ভিড় জমান যুব ভারতী ক্রীড়াঙ্গনে।
advertisement
advertisement
advertisement
advertisement
*মেসির বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে রাজি করানো। তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষন ঠিক করেন। আজ ১৩ ডিসেম্বর সেই মেসির শো'য়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন। হাজার হাজার মেসি ভক্ত ভিড় জমান যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু মেসি দর্শন না করতে পেরে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর কলকাতার মাথা হেঁট করে দিয়েছে বিশ্বের কাছে।
advertisement
advertisement
*শতদ্রুর প্রতিবেশীরা জানান, আগে যখন মার্টিনেজ এসেছিল, সব ঠিকঠাক ছিল। যারা যুব ভারতীতে গিয়েছিলেন তারাও জানান, অব্যবস্থার কারণে মেসিকে দেখতেই পাননি কেউ। যারা দর্শকাসনে ছিলেন অনেক দূরে, তারা কোনওভাবেই মেসিকে দেখতে পাননি। নেতা মন্ত্রীদের ভিড় ছিল মেসিকে ঘিরে। মাঠ প্রদক্ষিণ করেননি মেসি। মাত্র কয়েক মিনিট থেকেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শক।









