আইপিএলের মাঝেই সুখবর রোহিত-কোহলিদের জন্য! ভাগ্য ফিরছে আরও এক তারকার

Last Updated:

BCCI contract: অপেক্ষা ছেলেদের চুক্তি প্রকাশের। কিন্তু টিম ইন্ডিয়ার চুক্তি প্রকাশের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা এবারও এ প্লাসে ক্যাটেগরিতে থাকবে কিনা তা নিয়ে চলছে জল্পনা।

News18
News18
মহিলাদের বার্ষিক চুক্তি প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। এবার অপেক্ষা ছেলেদের চুক্তি প্রকাশের। কিন্তু টিম ইন্ডিয়ার চুক্তি প্রকাশের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা এবারও এ প্লাসে ক্যাটেগরিতে থাকবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। প্রাথমিকভাবে শোনা গিয়েছিলে গ্রেডেশনে নামতে পারেন বিরাট-রোহিত। কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী পুরোনো গ্রেডেই থেকে যাচ্ছেন রোহিত-কোহলি।
বোর্ডের নিয়ম অনুয়ায়ী যে ক্রিকেটাররা ৩ ফরম্যাটেই খেলেন তারাই এ প্লাস ক্যাটেগরিতে থাকতে পারেব। গতবার পর্যন্ত রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ এ প্লাস ক্যাটেগরিতে ছিলেন। কিন্তু গত বছর টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাট থেকে অবসর নেন রোহিত-বিরাট-জাদেজা। তারপর থেকেই জল্পনা শুরু হয় নতুন বোর্ড চুক্তিতে কোন ক্যাটেগরিতে থাকবেন তারা।
advertisement
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা তিনজনই পুনরায় বহাল থাকতে চলেছেন এ প্লাস ক্যাটেগরিতে। এমনটা হলে তা বোর্ডের নিয়ম বিরুদ্ধে হবে বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এমনটা হলে খারাপ বার্তাও যাবে বলে মনে করছেন অনেকে। তবে বিরাট-রোহিতদের এ প্লাস গ্রেডে থাকাটা প্রায় পাকা।
advertisement
এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়স আইয়ারের ফেরাটাও একপ্রকার পাকা। বোর্ডের অবাধ্য হওয়াক গতবার চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু কেকেআরকে আইপিএল জেতানো, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের ট্রফি জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সবদিক বিচার করে শ্রেয়সকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরাচ্ছে বোর্ড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের মাঝেই সুখবর রোহিত-কোহলিদের জন্য! ভাগ্য ফিরছে আরও এক তারকার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement