IPL 2025: নিলামে পাননি দল, ছাড়তে চেয়েছিলেন দেশ, সেই তিনিই এখন আইপিএল সেরা

Last Updated:
IPL 2025: চলছে আইপিএল ২০২৫। প্রতিদিন একের পর এক টানটান ম্যাচের সাক্ষী থাকছে ক্রিকেট প্রেমিরা। শিরোনামে উঠে আসছে একাধিক ক্রিকেটার। তবে সকলকে অবাক করেছেন শার্দুল ঠাকুর।
1/6
চলছে আইপিএল ২০২৫। প্রতিদিন একের পর এক টানটান ম্যাচের সাক্ষী থাকছে ক্রিকেট প্রেমিরা। শিরোনামে উঠে আসছে একাধিক ক্রিকেটার। তবে সকলকে অবাক করেছেন শার্দুল ঠাকুর।  (Photo Courtesy- AP)
চলছে আইপিএল ২০২৫। প্রতিদিন একের পর এক টানটান ম্যাচের সাক্ষী থাকছে ক্রিকেট প্রেমিরা। শিরোনামে উঠে আসছে একাধিক ক্রিকেটার। তবে সকলকে অবাক করেছেন শার্দুল ঠাকুর। (Photo Courtesy- AP)
advertisement
2/6
আইপিএল ২০২৫-এর মেগা নিলামে দল পাননি শার্দু ঠাকুর। আইপিএলের সময় দেশ ছেড়ে বিলেতে খেলার কথাও ভেবেছিলেন। ইংল্যান্ডে গিয়ে এসেক্সের হয়ে কাউন্টি খেলার কথাও এগিয়েছিলেন শার্দুল ঠাকুর।  (Photo Courtesy- AP)
আইপিএল ২০২৫-এর মেগা নিলামে দল পাননি শার্দু ঠাকুর। আইপিএলের সময় দেশ ছেড়ে বিলেতে খেলার কথাও ভেবেছিলেন। ইংল্যান্ডে গিয়ে এসেক্সের হয়ে কাউন্টি খেলার কথাও এগিয়েছিলেন শার্দুল ঠাকুর। (Photo Courtesy- AP)
advertisement
3/6
কিন্তু ক্রিকেট দেবতা অন্য কিছু ঠিক করে রেখেছিল শার্দুল ঠাকুরের জন্য। এলএসজি-তে নেট বোলার হিসেবে বল করছিলেন শার্দুল। কিন্তু মহসিন খান চোট পেয়ে ছিটকে যাওয়ায় ভাগ্যের দরজা খুলে যায় শার্দুলের।   (Photo Courtesy- AP)
কিন্তু ক্রিকেট দেবতা অন্য কিছু ঠিক করে রেখেছিল শার্দুল ঠাকুরের জন্য। এলএসজি-তে নেট বোলার হিসেবে বল করছিলেন শার্দুল। কিন্তু মহসিন খান চোট পেয়ে ছিটকে যাওয়ায় ভাগ্যের দরজা খুলে যায় শার্দুলের। (Photo Courtesy- AP)
advertisement
4/6
মহসিন খান ছিটকে যাওয়ার পরেই শার্দূলকে দলে নেয় লখনউ। আর নিলামে বাতিল বোলার আইপিএলের খেলতে নেমেই সকলকে চমকে দিচ্ছেন নিজের পারফরম্যান্সে।   (Photo Courtesy- AP)
মহসিন খান ছিটকে যাওয়ার পরেই শার্দূলকে দলে নেয় লখনউ। আর নিলামে বাতিল বোলার আইপিএলের খেলতে নেমেই সকলকে চমকে দিচ্ছেন নিজের পারফরম্যান্সে। (Photo Courtesy- AP)
advertisement
5/6
বর্তমানে এখনও পর্যন্ত শাদুল এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। দুই ম্যাচে ৬ উইকেট তুলে নিয়েছেন শার্দূল। তাঁর দুরন্ত বোলিংয়েই সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ব্যাটিং লাইন আপকে দুশো’র নিচে আটকে দেয় লখনউ।  (Photo Courtesy- AP)
বর্তমানে এখনও পর্যন্ত শাদুল এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। দুই ম্যাচে ৬ উইকেট তুলে নিয়েছেন শার্দূল। তাঁর দুরন্ত বোলিংয়েই সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ব্যাটিং লাইন আপকে দুশো’র নিচে আটকে দেয় লখনউ। (Photo Courtesy- AP)
advertisement
6/6
এলএসজিতে তাঁকে আইপিএলে খেলার ও নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েছেন শার্দুল ঠাকুর। এলএসজি মেন্টর জাহির খানের প্রতিও আলাদাভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শার্দুল।  (Photo Courtesy- AP)
এলএসজিতে তাঁকে আইপিএলে খেলার ও নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েছেন শার্দুল ঠাকুর। এলএসজি মেন্টর জাহির খানের প্রতিও আলাদাভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শার্দুল। (Photo Courtesy- AP)
advertisement
advertisement
advertisement