IPL 2025 Mega Auction: মাত্র ১৩ বছরের 'বালক' হলেন কোটিপতি, আইপিএলের মহিমায় গড়লেন বিশ্বরেকর্ড

Last Updated:

IPL 2025 Mega Auction: মাত্র ১৩ বছর বয়লে আইপিএল নিলামে নাম লিখিয়েই ইতিহাস গড়ে ফেলেছিল বৈভব সূর্যবংশী। কিন্তু সেটা ছিল শুধুই ট্রেলার। পুরো সিনেমার দেখা মিলল সৌদি আরবের জেড্ডাতে।

News18
News18
জেড্ডা: মাত্র ১৩ বছর বয়লে আইপিএল নিলামে নাম লিখিয়েই ইতিহাস গড়ে ফেলেছিল বৈভব সূর্যবংশী। কিন্তু সেটা ছিল শুধুই ট্রেলার। পুরো সিনেমার দেখা মিলল সৌদি আরবের জেড্ডাতে। আইপিএলের ইতিহাসে সবথেকে কম বয়সী প্লেয়ার হিসেবে দল পেলেন বৈভব। শুধু দল পেলেন না, তাকে নিয়ে দড়ি টানাটানি হল যথেষ্ট। শেষ পর্যন্ত ১৩ বছর বয়সেই কোটিপতি হলেন বৈভব সূর্যবংশী। নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় তাকে কিনল রাজস্থান রয়্য়ালস।
আইপিএল ভারতীয় ক্রিকেটকে খুঁজে দিয়েছে একাধিক প্রতিভা। অন্ধকার এঁদো গলি থেকে স্বপ্নের রাজপথে পৌছে দিয়েছে অনেক তরুণকে। সেই তালিকায় নতুন সংযোজন হলেন বৈভব সূর্যবংশী। আইপিএব নিলামের প্রথম পর্বে অবিক্রিত ছিলেন তিনি। কিন্তু শেষ যখন তার নাম বাছাই করে ফের নিলামে তোলা হয়। তখন দল পেয়ে ইতিহাস তৈরি করলেন বিহারের বাঁ হাতি ব্যাটার।
advertisement
৩০ লক্ষ টাকা বেস প্রাইজ ছিল বৈভব সূর্যবংশীর। নিলামে তার জন্য দর হাঁকায় রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসও বৈভবকে দলে নেওয়ার জন্য চেষ্টা করে। নিলামের টেবিলে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে জোর টক্কর হয় ১৩ বছরের ক্রিকেটারকে দলে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে বিড জিতে বৈভব সূর্যবংশীকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
advertisement
advertisement
প্রসঙ্গত, নামের জন্য নয়, নিজের বয়স ও কাজের জন্যই আইপিএল ২০২৫ মেগা নিলামে ইতিহাস তৈরি করলেন তিনি। ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূ্র্ধ্ব ১৯ ইয়ুথ টেস্ট সিরিজে শতরান করে সকলকে অবাক করে দেন বৈভব সূর্যবংশী। বয়স কম হলেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে যে সে তৈরি তা বুঝিয়ে দেন বৈভব। বাঁ হাতে ব্যাটিং-এর পাশাপাশি বাঁ হাতে স্পিন বলও করে সে। এই বয়সে বড় বড় ছক্কা মারতেও সিদ্ধহস্তক বৈভব।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025 Mega Auction: মাত্র ১৩ বছরের 'বালক' হলেন কোটিপতি, আইপিএলের মহিমায় গড়লেন বিশ্বরেকর্ড
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement