IPL 2026 Auction: 'বারামুল্লার ডেল স্টেইন'! কে এই জম্মু-কাশ্মীরের পেসার? যার জন্য ৮.৪০ কোটি খরচ করল দিল্লি

Last Updated:

IPL 2026 Auction: জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি দার আইপিএল ২০২৬ মিনি নিলামে ইতিহাস গড়েছেন। রাতারাতি কোটিপতি হয়েছেন ভূস্বর্গের তরুণ পেসার।

News18
News18
জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি দার আইপিএল ২০২৬ মিনি নিলামে ইতিহাস গড়েছেন। রাতারাতি কোটিপতি হয়েছেন ভূস্বর্গের তরুণ পেসার। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস নিয়ে নিলামে নামা আকিবকে কিনতে একের পর এক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়ে। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যে শুরু হয় তীব্র লড়াই, যেখানে পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদও যোগ দেয়। শেষ পর্যন্ত ৮.৪০ কোটি টাকায় আকিবকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস, যা তাঁর কেরিয়ারের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ পেসারকে নিয়ে গড়া দিল্লি ক্যাপিটালসের বোলিং আক্রমণ আকিব দারের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী হল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই বড় অঙ্কের চুক্তি পেয়েছেন তিনি। আইপিএলের মতো মঞ্চে সুযোগ পাওয়ায় জম্মু ও কাশ্মীর ক্রিকেটের জন্যও এটি একটি গর্বের মুহূর্ত।
কাশ্মীরের বারামুল্লায় জন্ম নেওয়া আকিব দারের জীবনের পথচলা মোটেই সহজ ছিল না। ছোটবেলায় তিনি ডাক্তার হতে চেয়েছিলেন বাবার স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটই হয়ে ওঠে তাঁর লক্ষ্য। প্রথমদিকে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রায়ালে ব্যর্থ হলেও ২০১৬ সালে শেষ পর্যন্ত তিনি নির্বাচিত হন। সেখান থেকেই ধীরে ধীরে নিজের প্রতিভার পরিচয় দিতে শুরু করেন “বারামুল্লার ডেল স্টেইন” নামে পরিচিত এই পেসার।
advertisement
advertisement

 

View this post on Instagram

 

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
২০২০ সালে জম্মু ও কাশ্মীরের হয়ে রনজি ট্রফিতে অভিষেকের পরই আকিব নজর কাড়েন। কর্ণাটকের বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে তিন উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ছিলেন দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার। সেই মরসুমে মাত্র সাত ম্যাচে ২৪ উইকেট নিয়ে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দেন। যদিও পরবর্তী দুই বছর প্রথম-শ্রেণির ক্রিকেটে তাঁকে দেখা যায়নি, তবুও তিনি হাল ছাড়েননি।
advertisement
গত রনজি ট্রফি মরসুমে আকিব দার দুরন্ত প্রত্যাবর্তন করেন। নয় ম্যাচে ৪৯ উইকেট, গড় মাত্র ১৩.০৮—এই পারফরম্যান্স তাঁকে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পেসারে পরিণত করে। ২০২৫–২৬ দলীপ ট্রফিতে নর্থ জোনের হয়ে খেলতে নেমে চার বলে চার উইকেট নিয়ে তিনি ইতিহাসও গড়েন। এই ধারাবাহিক সাফল্যই তাঁকে আইপিএলের বড় মঞ্চে পৌঁছে দিয়েছে। এবার আইপিএলের মঞ্চে নিজের গতিতে জাত চেনাতে তৈরি “বারামুল্লার ডেল স্টেইন”।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 Auction: 'বারামুল্লার ডেল স্টেইন'! কে এই জম্মু-কাশ্মীরের পেসার? যার জন্য ৮.৪০ কোটি খরচ করল দিল্লি
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement