IPL 2024 Auction: অপেক্ষার অবসান, ঘোষণা হল আইপিএল ২০২৪ নিলামের দিনক্ষণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 Auction Date and Venue Announced: আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল আইপিএব ২০২৪-এর মিনি নিলামের দিনক্ষণের। সোশ্য়াল মিডিয়ায় ভিডিও শেয়ার করে দিনক্ষণ জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।
মুম্বই: আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল আইপিএল ২০২৪-এর মিনি নিলামের দিনক্ষণের। ১৯ ডিসেম্বর যে দুবাইয়ের মাটিতে আইপিএল নিলামের আসর বসতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে আইপিএল ২০২৪-এর দিনক্ষণের আনুষ্ঠানিক ঘোষণা করল বিসিসিআই। আইপিএলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে বিসিসিআই জানিয়েছে, আইপিএলের নিলাম হবে দুবাইয়ে। অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। মিনি নিলাম হওয়ায় একদিনেই হবে গোটা নিলাম পর্ব।
advertisement
প্রসঙ্গত, আইপিএল ২০২৪-এর আসন্ন মরসুমের জন্য মোট ১,১৬৬ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন। এর মধ্যে সহযোগী দেশগুলোর ৪৫ জন খেলোয়াড় রয়েছেন। ৯০৯ জন আনক্যাপড খেলোয়াড় রয়েছে, যার মধ্যে ৮১২ জন ভারতীয়। এই তালিকায় রয়েছেন ১৮ জন ভারতীয় ক্রিকেটার।
advertisement
𝗜𝗣𝗟 𝟮𝟬𝟮𝟰 𝗔𝘂𝗰𝘁𝗶𝗼𝗻 🔨
🗓️ 19th December
📍 𝗗𝗨𝗕𝗔𝗜 🤩
ARE. YOU. READY ❓ #IPLAuction | #IPL pic.twitter.com/TmmqDNObKR
— IndianPremierLeague (@IPL) December 3, 2023
advertisement
২০২৪ সালের আইপিএলে ১০টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। যার মধ্যে ৭৭টি স্লট পূরণ করতে হবে। এর মধ্যে ৩০টি স্লট বিদেশি খেলোয়াড়দের নেওয়া যেতে পারে। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ২৬২.৯৫ কোটি টাকা খরচ করতে পারবে। ২ কোটি টাকার সর্বোচ্চ বেস প্রাইজে রয়েছেন ২৫ জন ক্রিকেটার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 1:29 PM IST