Virat Kohli: মারকাটারি ফিগারে চুইয়ে পড়ছে উষ্ণতা! কোহলি 'প্রেমে' পাগল এই লাস্যময়ী, পরিচয় জানলে অবাক হবেন আপনিও

Last Updated:
Virat Kohli: বিরাটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এবার ইতালিতেও মিলল কোহলির এক 'ডাই হার্ট' ফ্যান। কোহলি প্রেমে পাগল বললেও খুব একটা ভুল হবে না।
1/7
সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বরাপের সর্বোচ্চ স্কোরার হয়েছেন বিরাট কোহলি। বিরাটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এবার ইতালিতেও মিলল কোহলির এক 'ডাই হার্ট' ফ্যান। কোহলি প্রেমে পাগল বললেও খুব একটা ভুল হবে না।
সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বরাপের সর্বোচ্চ স্কোরার হয়েছেন বিরাট কোহলি। বিরাটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এবার ইতালিতেও মিলল কোহলির এক 'ডাই হার্ট' ফ্যান। কোহলি প্রেমে পাগল বললেও খুব একটা ভুল হবে না।
advertisement
2/7
ইতালিতে বিরাট কোহলির সেই অন্ধ ভক্তের নাম হল আগাতা ইসাবেলা সেন্টাসো।  ক্রিকেটের তেমন প্রচলন ইতালিতে না থাকলেও ইসাবেলা কোহলি বলতে পাগল। আগাতা ইসাবেলা সেন্টাসো নিজেও একজন খেলোয়ার।
ইতালিতে বিরাট কোহলির সেই অন্ধ ভক্তের নাম হল আগাতা ইসাবেলা সেন্টাসো। ক্রিকেটের তেমন প্রচলন ইতালিতে না থাকলেও ইসাবেলা কোহলি বলতে পাগল। আগাতা ইসাবেলা সেন্টাসো নিজেও একজন খেলোয়ার।
advertisement
3/7
আগাতা ইসাবেলা সেন্টাসো ইতালির মহিলা ফুটবল দলের নিয়মিত সদস্য। ভেনেজিয়া ক্যালসিও-তে ক্লাব ফুটবল খেলেন তিনি। ফুটবল খেলার পাশাপাশি  তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল।
আগাতা ইসাবেলা সেন্টাসো ইতালির মহিলা ফুটবল দলের নিয়মিত সদস্য। ভেনেজিয়া ক্যালসিও-তে ক্লাব ফুটবল খেলেন তিনি। ফুটবল খেলার পাশাপাশি তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল।
advertisement
4/7
তবে কী করে জানা গেল আগাতা ইসাবেলা সেন্টাসো  কোহলির ফ্যান। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইট এক্স হ্যান্ডেলে এক ক্রিকেট প্রেমি  সেন্টাসোকে প্রশ্ন করেন,"কে আপনার প্রিয় ভারতীয় ক্রিকেটার?"
তবে কী করে জানা গেল আগাতা ইসাবেলা সেন্টাসো কোহলির ফ্যান। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইট এক্স হ্যান্ডেলে এক ক্রিকেট প্রেমি সেন্টাসোকে প্রশ্ন করেন,"কে আপনার প্রিয় ভারতীয় ক্রিকেটার?"
advertisement
5/7
সেই প্রশ্নের উত্তরে আগাতা ইসাবেলা সেন্টাসো জানান, বিরাট কোহলি। তবে তাঁর উত্তর দেওয়ার স্টাইলও ছিল অভিনব। বিরাট কোহলির একটি ছবি শেয়ার করার পাশাপাশি তার সঙ্গে G.O.A.T চিহ্নও শেয়ার করেন।
সেই প্রশ্নের উত্তরে আগাতা ইসাবেলা সেন্টাসো জানান, বিরাট কোহলি। তবে তাঁর উত্তর দেওয়ার স্টাইলও ছিল অভিনব। বিরাট কোহলির একটি ছবি শেয়ার করার পাশাপাশি তার সঙ্গে G.O.A.T চিহ্নও শেয়ার করেন।
advertisement
6/7
বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার খেলা দেখেন আগাতা ইসাবেলা সেন্টাসো এমনকী তাঁর কাছে ভারতীয় দলের জার্সি পর্যন্ত রয়েছে। সেই জার্সি পরেও সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন ইসাবেলা।
বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার খেলা দেখেন আগাতা ইসাবেলা সেন্টাসো এমনকী তাঁর কাছে ভারতীয় দলের জার্সি পর্যন্ত রয়েছে। সেই জার্সি পরেও সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন ইসাবেলা।
advertisement
7/7
ফুটবল খেলার পাশাপাশি মডেল হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে আগাতা ইসাবেলা সেন্টাসোর। সোশ্যাল মিডিয়ায় নিজের হট অবতারে একাধিক ছবি শেয়ার করে থাকেন। যা মুহূর্তে ভাইরাল হয়।
ফুটবল খেলার পাশাপাশি মডেল হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে আগাতা ইসাবেলা সেন্টাসোর। সোশ্যাল মিডিয়ায় নিজের হট অবতারে একাধিক ছবি শেয়ার করে থাকেন। যা মুহূর্তে ভাইরাল হয়।
advertisement
advertisement
advertisement