IPL 2023: বিশ্বকাপের আগে চোট ভারতীয় তারকা অলরাউন্ডারের, ছিটকে গেলেন আইপিএল থেকে

Last Updated:

IPL 2023: ভারতীয় দলের চোটের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। বিশ্বকাপের আগে চোটের কবলে আরও এক তারকা ভারতীয় অলরাউন্ডার। চোটের করণে ছিটকে গেলেন আইপিএল থেকে।

হায়দরাবাদ: ভারতীয় দলের চোটের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এখনও পুরোপুরি চোটমুক্ত হতে পারেননি জসপ্রীত বুমরাহ। চোটের কবলে শ্রেয়স আইয়র। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থও। শ্রেয়স আইয়র ও জসপ্রীত বুমরাহের রিহ্যাব শুরু হলেও কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে কোনও কিছু নিশ্চিৎভাবে জানা যায়নি। এরই মধ্যে ফের দুসংবাদ। বিশ্বকাপের আগে চোটের কবলে আরও এক তারকা ভারতীয় অলরাউন্ডার।
আইপিএলের মাঝেই চোটের কবলে পড়লেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা অলরাউন্ডার ওয়শিংটন সুন্দর। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। এমনকী চোট গুরুতর বলেই জানা যাচ্ছে। এবারের আইপিএলেও আর খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। সান রাইজার্সের তরফ থেকেও সরকারিভাবে জানানো হয়েছে সেই কথা। সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে,"হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এবারের আইপিএলে আর খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।"
advertisement
advertisement
প্রসঙ্গত, এবারের আইপিএলে খুব একটা নিজের সেরা ছন্দে পাওয়া যায়নি ওয়াশিংটন সুন্দরকে। ৭ ম্যাচ খেলে ৭ ম্যাচ খেলে মোট ৩টি উইকেট নিয়েছেন ও রান করেছেন ৬০। বোলিং-ব্যাটিং কোনও বিভাগেই সেরাটা দিতে পারছিলেন। তবে সানরাইজার্স হায়দরাবাদের শেষ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই চোটের কবলে পড়লেন ওয়াশিংটন সুন্দর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: বিশ্বকাপের আগে চোট ভারতীয় তারকা অলরাউন্ডারের, ছিটকে গেলেন আইপিএল থেকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement