কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দ্বিতীয় পর্বের একটি ম্যাচ খেলে ফেলেছে। বুধবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে কেকেআরের ২১ রানের জয় পেয়েছে কেকেআর। টানা চার হারের পর এই ম্যাচ ডু অর ডাই ছিল কেকেআরের। গোট প্রতিযোগিতার সব ম্যাচই এখন মরণ-বাঁচন লড়াই নাইটদের।