WTC Final 2023: ঋদ্ধির পর ভারতীয় দলে আরও এক বাংলার ক্রিকেটার, সুযোগ পেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে

Last Updated:

WTC Final 2023: গত মঙ্গলবারই ১৫ জনের দল ঘোষণা করেছিল ভারতীয় নির্বাচকরা। এবার আরও ৫ জন ক্রিকেটারের নাম স্ট্যান্ডবাই হিসেবে ঘোষণা করল বোর্ড। তার মধ্যে রয়েছে একজন বাংলার ক্রিকেটার।

এক ঝলকে দেখে নিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় দল। রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।
এক ঝলকে দেখে নিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় দল। রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।
মুম্বই: প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতীয় দলকে। তবে দ্বিতীয়বার টেস্টের বিশ্ব সেরার শিরোপা কোনওভাবেই হাতছাড়া করতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই আইপিএলের মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে উঠে পড়ে লেগেছে বিসিসিআই। গত মঙ্গলবারই ১৫ জনের দল ঘোষণা করেছিল ভারতীয় নির্বাচকরা। এবার আরও ৫ জন ক্রিকেটারের নাম স্ট্যান্ডবাই হিসেবে ঘোষণা করল বোর্ড। তার মধ্যে রয়েছে একজন বাংলার ক্রিকেটার।
আগামি ৭ জন থেকে শুরু হতে চলেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত ম্যাচ। মেগা ফাইনালে এবার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। সেই ম্যাচের জন্য ১৫ জনের মূল দলের বাইরে ৫ জনের যে স্ট্যান্ডবাই দল ঘোষণা করেছে বিসিসিআই সেখানে রয়েছে সরফরাজ খান, ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি, মুকেশ কুমার।
advertisement
advertisement
ঘরোয়া ক্রিকেটে বিগত কিছু মরসুম ধরে টানা দুরন্ত বোলিং করছেন বাংলা মুকেশ কুমার। গত মরসুমেও বাংলার রঞ্জি ফাইনালে ওঠার পিছনে অনেকটাই অবদান ছিল বাংলার পেসারের। আইপিএলে ও দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির হয়ে ভালো বোলিং করছেন তিনি। ভারতীয় দল তার সুযোগ পাওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছিল জল্পনা। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে সুযোগ পেলেও এই অভিজ্ঞতা তার কেরিয়ারে অনেকটাই কাজে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর ঋদ্ধিমান সাহার পর বাংলা থেকে মুকেশ কুমার সুযোগ পাওয়ায় খুশি বাংলার ক্রিকেট প্রেমিরা।
advertisement
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জদেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট। স্ট্যান্ডবাই: সরফরাজ খান, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি এবং মুকেশ কুমার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2023: ঋদ্ধির পর ভারতীয় দলে আরও এক বাংলার ক্রিকেটার, সুযোগ পেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement