হোম /খবর /খেলা /
ঋদ্ধির পর ভারতীয় দলে আরও এক বাংলার ক্রিকেটার, সুযোগ টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে

WTC Final 2023: ঋদ্ধির পর ভারতীয় দলে আরও এক বাংলার ক্রিকেটার, সুযোগ পেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে

WTC Final 2023: গত মঙ্গলবারই ১৫ জনের দল ঘোষণা করেছিল ভারতীয় নির্বাচকরা। এবার আরও ৫ জন ক্রিকেটারের নাম স্ট্যান্ডবাই হিসেবে ঘোষণা করল বোর্ড। তার মধ্যে রয়েছে একজন বাংলার ক্রিকেটার।

  • Share this:

মুম্বই: প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতীয় দলকে। তবে দ্বিতীয়বার টেস্টের বিশ্ব সেরার শিরোপা কোনওভাবেই হাতছাড়া করতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই আইপিএলের মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে উঠে পড়ে লেগেছে বিসিসিআই। গত মঙ্গলবারই ১৫ জনের দল ঘোষণা করেছিল ভারতীয় নির্বাচকরা। এবার আরও ৫ জন ক্রিকেটারের নাম স্ট্যান্ডবাই হিসেবে ঘোষণা করল বোর্ড। তার মধ্যে রয়েছে একজন বাংলার ক্রিকেটার।

আগামি ৭ জন থেকে শুরু হতে চলেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত ম্যাচ। মেগা ফাইনালে এবার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। সেই ম্যাচের জন্য ১৫ জনের মূল দলের বাইরে ৫ জনের যে স্ট্যান্ডবাই দল ঘোষণা করেছে বিসিসিআই সেখানে রয়েছে সরফরাজ খান, ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি, মুকেশ কুমার।

ঘরোয়া ক্রিকেটে বিগত কিছু মরসুম ধরে টানা দুরন্ত বোলিং করছেন বাংলা মুকেশ কুমার। গত মরসুমেও বাংলার রঞ্জি ফাইনালে ওঠার পিছনে অনেকটাই অবদান ছিল বাংলার পেসারের। আইপিএলে ও দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির হয়ে ভালো বোলিং করছেন তিনি। ভারতীয় দল তার সুযোগ পাওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছিল জল্পনা। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে সুযোগ পেলেও এই অভিজ্ঞতা তার কেরিয়ারে অনেকটাই কাজে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর ঋদ্ধিমান সাহার পর বাংলা থেকে মুকেশ কুমার সুযোগ পাওয়ায় খুশি বাংলার ক্রিকেট প্রেমিরা।

আরও পড়ুনঃ CSK vs RR: ক্যাপ্টেন কুল ধোনির বদলার ম্যাচ, রাজস্থানের ঘরে ঢুকে যোগ্য জবাব দিতে তৈরি সিএসকে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জদেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট। স্ট্যান্ডবাই: সরফরাজ খান, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি এবং মুকেশ কুমার।

Published by:Sudip Paul
First published:

Tags: Bengal, ICC, Mukesh Kumar, World Test Championship, WTC 2023, Wtc final