Rishabh Pant: এবার আর জার্সি নয়, দিল্লি বনাম গুজরাত ম্যাচে মাঠে থাকতে পারেন ঋষভ পন্থ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rishabh Pant: সরকারি ঘোষণা না হলেও পিটিআই-এর রিপোর্ট অনুসারে, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিশ্চিত করেছে যে, মঙ্গলবার অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ঋষভ পন্ত উপস্থিত থাকবেন।
দিল্লি: দলের বাইরে থাকলেও ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রথম ম্যাচে ডাগ আউটে পন্থের জার্সি ঝুলিয়ে রেখে সেই প্রমাণ দিয়েছে পন্থের দল। দিল্লি প্রথম ম্যাচ জিততে না পারলেও ঋষভ পন্থের প্রতি তাদের ভালোবাসা মন ছুয়ে গিয়েছিল সকলের। সব কিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় ম্যাচে আর দিল্লির ডাগআউটে ঋষভ পন্থের জার্সি ঝোলানোর কোনও প্রয়োজন পড়বে না। কারণ ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দেখতে আসতে পারেন পন্থ।
ঋষভ পন্থকে মাঠে আনার চেষ্টা করা হবে সেই কথা আগেই জানিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। কিন্তু তা যে দ্বিতীয় ম্যাচেই হবে দিল্লি ও পন্থের ফ্যানেরাও অনেকে বিশ্বাস করতে পারেননি। সরকারি ঘোষণা না হলেও পিটিআই-এর রিপোর্ট অনুসারে, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিশ্চিত করেছে যে, মঙ্গলবার অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ঋষভ পন্ত উপস্থিত থাকবেন। বোর্ডের কোনও আপত্তি না থাকলে কিছু সময়ের জন্য ডাগআউটেও বসতে পারেন পন্থ। মাঠে এসে দলের মনোবল বাড়াতেই পন্থকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
তবে প্রথম ম্যাচে ডাগআউটে পন্থের জার্সি ঝোলানোর বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই। ফের যাতে এমন ঘটনা না ঘটে সেই কথাও জানানো হয়েছে। বোর্ডও ঋষভ পন্থের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, কেউ প্রয়াত হলে বা অবসর নিলে এমনটা করা হয়, তাই আর পন্থের জার্সি ঝোলানোয় নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড। তবে পন্থকে সম্মান জানাতে একটি ম্যাচে দিল্লির সব ক্রিকেটাররা জার্সিতে নিজেদের নাম্বারের পাশাপাশি পন্থের জার্সি নাম্বার ১৭ লিখে খিলতে নামবেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। এরপর তার জোড়া অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় তারকা। তবে কবে ফের মাঠে ফিরতে পারবেন সেই বিষয়ে এখনও কোনও কিছু নিশ্চিৎভাবে বলা যাচ্ছে না। পন্থের দ্রুত সুস্থতা কামনায় গোটা দেশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 4:43 PM IST