আইপিএলের আলো জ্বলা উইকেটের দাম জানেন? একসঙ্গে ১০ রকম কাজ করে এই স্টাম্পস

Last Updated:

Ipl Stumps price: বল লাগলেই লাল রঙের আলো জ্বলে। একসঙ্গে অনেক কাজ করে আইপিএলের এই উইকেট। দাম শুনলে অবাক হবেন।

কলকাতা: সারা বিশ্বে তুমুল জনপ্রিয় আইপিএল। জনপ্রিয় টুর্নামেন্ট আয়োজনে বিসিসিআই কোনও কার্পণ্য করে না। ভাল ক্রিকেটার, ভাল দল শুধু নয়, ভাল ক্রিকেট সরঞ্জামও থাকে আইপিএলে। ফলে আইপিএলে ভুলের কোনও সুযোগ নেই। কোনো ধরনের ভুলের জন্যই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠার সম্ভাবনা নেই।
আপনি যদি আপনার বাড়ির টিভিতে ক্রিকেট ম্যাচ দেখেন, তবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় মাঠে ক্রিকেটারদের কন্ঠস্বরের পাশাপাশি তাদের বিভিন্ন কথাও স্পষ্ট শুনতে পাচ্ছেন। এটি কীভাবে ঘটে! খুব কম মানুষই সেটা জানেন।
আরও পড়ুন- কেকেআরের কোন ৫ 'ম্যাজিক', যার কারণেই বিরাট-ডুপ্লেসিদের ঘরে ঢুকে হারাল নাইটরা
তৃতীয় আম্পায়ারের রিভিউ নেওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে। কিন্তু এই তৃতীয় আম্পায়ার কীভাবে এমন সঠিক সিদ্ধান্ত দেন? আসলে আইপিএলে এত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে আম্পায়ারের কাজটা সহজ হয়ে যায়।
advertisement
advertisement
আপনি কি জানেন, আইপিএলে ব্যবহৃত স্টাম্পস সেট-এর দাম প্রায় ৩০ লাখ টাকা। ম্যাচে ব্যবহৃত এই স্টাম্প চার্জ করা যায়। প্রতিদিন ম্যাচের আগে চার্জ করা হয় সেগুলি। একটি বড় ব্যাটারির সঙ্গে প্রচুর সেন্সর এবং মাইক্রোফোন ইনস্টল করা থাকে এই স্টাম্পসে।
সেই স্টাম্পস শুধু শব্দই রেকর্ড করে না, সেন্সর বলের গতিও বলে দিতে পারে।  স্টাম্পসের ভিতরে একটি বড় ব্যাটারি থাকে। সেটি প্রায় ১০ ঘণ্টা ব্যাক-আপ দেয়।
advertisement
আরও পড়ুন- কোহলির ডেরায় বাজিমাত নাইটদের! বরুণ, সুয়শদের ঘূর্ণিতে জিতে টিকে রইল কেকেআর
বেল-এ লাল রঙের আলো জ্বলে। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এছাড়া এই উইকেট থেকেই বলের গতি, ক্রিকেটারদের কথাবার্তা রেকর্ড করা যায়। ৩০ লাখ টাকার এই উইকেট আইপিএলে আলাদা গ্ল্যামার যোগ করেছে যেন!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের আলো জ্বলা উইকেটের দাম জানেন? একসঙ্গে ১০ রকম কাজ করে এই স্টাম্পস
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement