KKR vs SRH: 'গুপ্তচরের' সাহায্য নিচ্ছে হায়দরাবাদ, জেনে নিয়েছে কেকেআরের শক্তি-দুর্বলতা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs SRH: প্রথম ম্যাচ হারের পর দুরন্তভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুটি ম্যাচে আরসিবি ও গুজরাট টাইটান্সের মত বড় দলকে হারিয়ে আত্নবিশ্বাস তুঙ্গে নাইট শিবিরের। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে কেকেআর।
কলকাত: শুক্রবার ইডেনে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স। টানা তিন জয়ের সামনে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে অরেঞ্জ আর্মি বধের মাস্টার প্ল্যান রেডি করে ফেলেছে নাইট শিবির। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, স্পিন অস্ত্র ও আক্রমণাত্মক ব্যাটিংয়েই সানরাইজার্সের বিরুদ্ধে ৩ পয়েন্ট ঘরে তুলতে চাইছে কেকেআর। কিন্তু নীতিশ রানার দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত নিজামের শহরের দল। ইতিমধ্যেই কার্যত হুঙ্কার ছেড়ে সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করাম।
প্রথম দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচে জয়ে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের বিরুদ্ধে নামার আগে দলের শক্তি ও দুর্বলতা জানতে কার্যত 'গুপ্তচরের' সাহায্য নিচ্ছে হায়দরাবাদ। আসলে সানরাইজার্স দলের অন্যতম প্রধান ব্যাটার রাহুল ত্রিপাঠী। তিনি দীর্ঘ দিন খেলেছেন কেকেআরে। নাইটদের বিরুদ্ধে রণনীতি তৈরি করতে রাহুল ত্রিপাঠীর সাহায্য নিচ্ছে হায়দরাবাদ। কেকেআর প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুবাদে তাদের শক্তিও দুর্বলতার নানা দিক জানিয়ে বর্তমান দলকে সাহায্য করেছেন রাহুল ত্রিপাঠী।
advertisement
কেকেআরের বিরুদ্ধে নামার আগে যে রাহুল ত্রিপাঠীর সাহায্য নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ সেই কথা জানিয়েছেন খোদ অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে মার্করাম বলেন,"রাহুল আমাদের অনেক কিছু বলেছে। প্রতিপক্ষের ক্রিকেটার দলে থাকার এটাই সুবিধা। সেই সব তথ্য নিয়ে আমরা পরিকল্পনা করেছি। আশা করছি মাঠে কাজে লাগাতে পারব।" তবে কেকেআরও যে খুব শক্তিশালী দল ও ঘরের মাঠে তারা কতটা ভয়ঙ্কর সেই কথা স্বীকার করেছেন মার্করাম।
advertisement
advertisement
আরও পড়ুনঃ KKR vs SRH: সানরাইজার্সের বিরুদ্ধে বাদ রাসেল! দলে বড় পরিবর্তন? কেকেআরের সম্ভাব্য একাদশে কোন চমক
আরও পড়ুনঃ IPL 2023: আইপিএলে একটি ম্যাচে প্রতি বল থেকে বিসিসিআই কত টাকা আয় করে, জানলে মাথা বনবন করে ঘুরবে
কেকেআর সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীশান, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: সুযশ শর্মা।
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, টি নটরাজন। ইমপ্যাক্ট প্লেয়ার: ফইজল ফারুকি, যশ ঠাকুর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 12:39 PM IST