KKR vs SRH: সানরাইজার্সের বিরুদ্ধে বাদ রাসেল! দলে বড় পরিবর্তন? কেকেআরের সম্ভাব্য একাদশে কোন চমক

Last Updated:

KKR vs SRH: প্রথম ম্যাচ হারের পর দুরন্তভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুটি ম্যাচে আরসিবি ও গুজরাট টাইটান্সের মত বড় দলকে হারিয়ে আত্নবিশ্বাস তুঙ্গে নাইট শিবিরের। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে কেকেআর।

কেকেআর
কেকেআর
কলকাতা: প্রথম ম্যাচ হারের পর দুরন্তভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুটি ম্যাচে আরসিবি ও গুজরাত টাইটান্সের মত বড় দলকে হারিয়ে আত্নবিশ্বাস তুঙ্গে নাইট শিবিরের। শুক্রবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে নীতিশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিতের দল। এই ইডেন থেকেই জয়ে ফিরেছিল কেকেআর। আর সেই ক্রিকেটের নন্দনকাননেই জয়ের হ্যাটট্রিকে লক্ষ্যে নামছে শার্দুল ঠাকুর, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ইররা।
তবে ঘরের মাঠে কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট ফ্যানেদের মধ্যে। এখনও পর্যন্ত যা খবর কেকেআরের হয়ে ইনিংসের শুরু করবেন রহমানউল্লাহ গুরবাজ ও এন জগদীশান। লিটন দাস, জেসন রয় থাকলেও গুরবাজ রানের মধ্যে থাকায় তার খেলাটা নিশ্চিৎ। এছাড়া দলের মিডল অর্ডারে ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা ও রিঙ্কু সিংয়ের জায়গা নিয়ে কোনও সংশয় নেই। এরপর আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা এই সিজনে এখনও রান না পেলেও আজ ইডেনে রাসেলের মাসেল পাওয়ার দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা। রাসেল দল থেকে বাদ পড়বেন কিনা তা নিয়ে একটা জল্পনা থাকলেও, খেলার সম্ভাবনাই বেশি।
advertisement
এরপর নাইটদের একাদশে বোলিং অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুর ও সুনীল নারিনকে দেখা যাবে। ইডেনেই আরসিবির বিরুদ্ধে স্বপ্নের ইনিংস খেলেছিলেন শার্দুল। আর ঘরের মাঠে নারিনের স্পিন বড় ভরসা কেকেআরের। এছাড়া স্পিন অ্যাটাকে থাকছেন বরুণ চক্রবর্তী। এবার ছন্দে রয়েছে এই মিস্ট্রি স্পিনারও। আর পেস অ্যাটাকে শার্দুল ছাড়াও থাকছেন লকি ফার্গুসন ও উমেশ যাদব। ইমপ্যাক্ট প্লেয়ারের হিসেবে খেলার সম্ভাবনা বেশি সুযশ শর্মা।
advertisement
advertisement
কেকেআর সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীশান, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: সুযশ শর্মা।
advertisement
অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদও। প্রতিযোগিতার প্রথম জয়ের পর এবার জয়ের রাস্তাতেই দলকে রাখতে মরিয়ে অরেঞ্জ আর্মির প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। রাহুল ত্রিপাঠী ও মার্করাম নিজে রানের মধ্যে থাকলেও মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুকদের ফর্ম কিছুটা চিন্তায় রেখেছে। তবে মার্কো জানসেন, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার সমৃদ্ধ বোলিং নিয়ে কেকেআরের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত সানরাইজার্স।
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, টি নটরাজন। ইমপ্যাক্ট প্লেয়ার: ফইজল ফারুকি, যশ ঠাকুর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH: সানরাইজার্সের বিরুদ্ধে বাদ রাসেল! দলে বড় পরিবর্তন? কেকেআরের সম্ভাব্য একাদশে কোন চমক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement