KKR vs GT: একাধিক গোপন অস্ত্র নামাতে চলেছে কেকেআর! গুজরাতকে হারাতে তৈরী নাইটদের মাস্টার প্ল্যান

Last Updated:

KKR vs GT: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স। একদিকে প্রতিযেহিতায় পরপর দুটি ম্যাচ জিতে হ্যাট্রিকের লক্ষ্যে নামতে চলেছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, আরসিবির পর গুজরাট বধের লক্ষ্যে নাইটরা।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স। একদিকে প্রতিযেহিতায় পরপর দুটি ম্যাচ জিতে হ্যাট্রিকের লক্ষ্যে নামতে চলেছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, আরসিবির পর গুজরাট বধের লক্ষ্যে নাইটরা।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স। একদিকে প্রতিযেহিতায় পরপর দুটি ম্যাচ জিতে হ্যাট্রিকের লক্ষ্যে নামতে চলেছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, আরসিবির পর গুজরাট বধের লক্ষ্যে নাইটরা।
আহমাদেবাদ: আইপিএলে আজ আরও একটি সুপার সানডে। ডবল হেডারের প্রথম ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স। একদিকে প্রতিযেহিতায় পরপর দুটি ম্যাচ জিতে হ্যাট্রিকের লক্ষ্যে নামতে চলেছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, প্রথম ম্যাচে হারের পর আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয়ে ছন্দ ফিরে পেয়েছে নীতিশ রানা ব্রিগেড। রবিবার অ্যাওয়ে ম্যাচ জিতে লিগ টেবিলে অবস্থান আরও ভালো করার জন্য বদ্ধপরিকর কেকেআর। ফলে আজ আহমেদাবাদে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে কেকেআর জিতলেও দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ শার্দুল ঠাকুর ওই ম্যাচে ত্রাতার ভূমিকায় না আসলে ম্যাচের ফল বিপরীত হতেই পারত। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ও রিঙ্কু সিং ছাড়া কেউই রান পাননি। আন্দ্রে রাসেল, নীতিশ রানা, মনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়রদের ফর্ম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে বোলিংয়ে কেকেআর স্পিন বিভাগ ভালো ছন্দে রয়েছে এবার। তবে পেস অ্যাটাকে টিম সাউদি লেইভাবে দাগ কাটতে ব্যর্থ। ফলে দ্বিতীয় ম্যাচ জিতলেও গুজরাতের বিরুদ্ধে উইনিং ইলেভেন ভেঙে কেকেআরের প্রথম একাদশে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
কেকেআরের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), এন জগদীশান, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারাইন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন।  ইমপ্যাক্ট প্লেয়ার: সূয়াশ শর্মা, জেসন রয়।
advertisement
অপরদিকে, পরপর দুটি ম্যাচে জিতে দারুণ ছন্দে রযেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস। আজ ঘরের মাঠে কেকেআরকে হারাতে পারলেই ফের লিগ টেবিলের শীর্ষ উঠে যাবে টাইটান্সরা। গুজরাতের প্রথম দুই ম্যাচে একমাত্র হার্দিক পান্ডিয়া রান পাননি। এছাড়া শুভমান গিল, সাই সুদর্শন, ডেভিড মিলার. বিজয় শঙ্কর, ঋদ্ধমান সাহাদের কম-বেশি ছন্দে পাওয়া গিয়েছে। বোলিংয়ে ভালো পারফর্ম করছে মহম্মদ শামি, আলজারি জোসেফ, রাশিদ খানরা। ফলে কেকেরআরের বিরুদ্ধে দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবমা নেই।
advertisement
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সাই সুদর্শন. ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, জোসুয়া লিটল, যশ দয়াল, আলজারি জোসেফ। ইমপ্যাক্ট প্লেয়ার: বিজয় শঙ্কর, দাসুন শানাক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs GT: একাধিক গোপন অস্ত্র নামাতে চলেছে কেকেআর! গুজরাতকে হারাতে তৈরী নাইটদের মাস্টার প্ল্যান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement