কেন তাকে 'লর্ড' বলা হয় ইডেনে আরসিবির বিরুদ্ধে কেকেআরের হয়ে আরও একবার প্রমাণ করেছেন শার্দুল ঠাকুর। ব্যাটে-বলে ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছেন।
2/ 8
প্রথমে বিপদের সময় ব্যাট করতে নেমে ২৯ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ন শার্দুল ঠাকুর। বল হাতে ১ উইকেট নেন। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।
3/ 8
মাঠে একাধিকবার নিজেকে 'লর্ড' প্রমাণ করলেও ব্যক্তিগত জীবনে শার্দুলের রয়েছে এমন একজন যে তাকে ক্লিন বোল্ড করেছে। তিনি আর কেউ নন শার্দুল ঠাকুরের স্ত্রী।
4/ 8
শার্দুল ঠাকুর বিয়ে করেছেব তার দীর্ঘ দিনের প্রেমিকা মিতালি পারুলকরকে। মিতালি দেখতে খুবই সু্ন্দরী। গুণেও সম্পূর্ণা শার্দুলের স্ত্রী।
5/ 8
এই বছরের ২৭ ফেব্রুয়ারি সাত পাকে বাধা পড়েন শার্দুল ঠাকুর ও মিতালি পারুলকর। ফলে লেডি লাকে শার্দুলের সাফল্য সেটা বলাই যায়।
6/ 8
শার্দুলের স্ত্রী মিতালি বর্তমানে একটি বেকারি কোম্পানি চালান। যেই ব্যবসায় যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি।
7/ 8
এছাড়াও দীর্ঘদিন ধরে মডেল হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি কয়েকটি বড় কোম্পানিতে সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।
8/ 8
শার্দুল ও মিতালির সম্পর্ক খুবই সুন্দর। একাধিকবার রোমান্টিক মুডেও ধরা দিয়েছেন তারা। আরসিবির বিরুদ্ধে শার্দুলের ইনিংসের পর শার্দুলকে শুভেচ্ছাও জানিয়েছেন মিতালি।
Shardul Thakur: কেকেআরের 'লর্ড' শার্দুলকে ক্লিন বোল্ড করেছেন এই সুন্দরী, রূপের আগুনে ঘায়েল হবেন আপনিও
শার্দুল ও মিতালির সম্পর্ক খুবই সুন্দর। একাধিকবার রোমান্টিক মুডেও ধরা দিয়েছেন তারা। আরসিবির বিরুদ্ধে শার্দুলের ইনিংসের পর শার্দুলকে শুভেচ্ছাও জানিয়েছেন মিতালি।