IPL 2023 Final, CSK vs GT: ফাইনালে প্রথমেই সাথ দিল ধোনির লাক ফ্যাক্টর, টস জিতে নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত

Last Updated:

IPL 2023 Final, CSK vs GT: বৃষ্টির কারণে রবিবার ম্যাচ শুরু তো দূরের কথা টস পর্যন্ত করা গেল না। বৃষ্টি না থামায় রবিবারের খেলা বাতিল ঘোষণা করা হল। খেলা গড়াল রিজার্ভ ডে-তে। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ধোনির।

আহমেদাবাদ: একেই হয়তো বলে বড় ম্যাচে ধোনির লাক ফ্যাক্টর। যার প্রমাণ মিলল শুরুতেই। আইপিএল ফাইালের রিজার্ভ ডে-তে টস ভাগ্য সাথ দিল সিএসকে অধিনায়কের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এমএস ধোনি। ম্যাচে যেহেতু হাল্কা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কারণেই টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান এমএসডি। অপরদিকে, টস হারলেও খুব একটা অখুশি নন হার্দিক পান্ডিয়া। বড় স্কোর করে চেন্নাইকে চাপে রাখার কথা বলেন গুজরাত অধিনায়ক।
আইপিএলের ইতিহাসে প্রথমবার রিজার্ভ ডে-তে হচ্ছে ফাইনাল ম্যাচ। রবিবার বৃষ্টির কারণে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু করা তো দূর, টস পর্যন্ত করা সম্ভব হয়নি। আজ রিজার্ভ ডে-তে হবে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের দ্বৈরথ। একদিকে ঘরের মাঠে টানা দ্বিতীয় ট্রফি জয় করতে বদ্ধপরিকর গুজরাত। অপরদিকে, পঞ্চমবার ট্রফি জিতে ইতিহাস তৈরির হাতছানি সিএসকের সামনে। মেগা ফাইনালে দেখে নিন দুই দলের প্রথম একাদশ।
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ- রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কে রাহানে, অম্বাতি রায়ডু, মইন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), দীপক চাহার, মাথিসা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার- শিবম দুবে, মাথিসা পাথিরানা, মিচেল স্যান্টনার, আকাশ সিং।
advertisement
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রাশিদ খান, মহম্মদ শামি, নুর আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার- জোসুয়া লিটিল, কেএল ভরত, অভিনব মনোহর, সাই কিশোর।
advertisement
ফাইনালে সিএসকে ও গুজরাতের খাতায় কলমে শক্তির বিচার করলে ব্যাটিং বিভাগে সমানে-সমানে টক্কর হলেও বোলিংয়ে কিছুটা এগিয়ে গুজরাত। তবে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা ও ফাইনাল ম্যাচ বার করার ক্যারিশ্মা ধোনির অনেক বেশি। ফলে আহমেদাবাদের ফাইনাল ৫০-৫০ মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর আরও একটি রুদ্ধশ্বাস, স্মরণীয় ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 Final, CSK vs GT: ফাইনালে প্রথমেই সাথ দিল ধোনির লাক ফ্যাক্টর, টস জিতে নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement