IPL 2023: সৌরভকে ধন্যবাদ লক্ষ্মীর, অভিষেক পোড়েলকে দিলেন বুক চিতিয়ে লড়াই করার বার্তা

Last Updated:

IPL 2023: বাংলা থেকে আইপিএলে সুযোগ পেয়েছেন উইকেট কিপার অভিষেক পোড়েল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দিল্লি দলে বাংলার উইকেটকিপার।‌ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন লক্ষ্মীরতন শুক্লা।

সৌরভকে ধন্যবাদ লক্ষ্মীর
সৌরভকে ধন্যবাদ লক্ষ্মীর
কলকাতা: বাংলা থেকে আইপিএলে সুযোগ পেয়েছেন উইকেট কিপার অভিষেক পোড়েল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দিল্লি দলে বাংলার উইকেটকিপার।‌ অভিষেক সুযোগ পাওয়ার বাংলা দলের মোট পাঁচ ক্রিকেটার এবার আইপিএলের খেলবেন। ঋদ্ধিমান সাহাও আইপিএলে রয়েছেন।‌ তবে তিনি বর্তমানে ত্রিপুরার হয়ে ক্রিকেট খেলেন। অভিষেককে সৌরভ সুযোগ দেওয়ায় মহারাজকে ধন্যবাদ জানালেন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা।
বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচ লক্ষ্মীরতন বলেন,"সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাই। এইভাবে বাংলা ক্রিকেটারের পাশে দাঁড়ানোর জন্য। ‌এর আগে নিলামে বাংলার মুকেশ কুমারকে দলে নিয়েছে‌ দিল্লি ক্যাপিটালস। ‌ফলে বাংলার দুই ক্রিকেটার এবার দিল্লির জার্সিতে খেলবে আইপিএলে। এটা বাংলা ক্রিকেটের জন্য ভালো খবর।‌ আশা করি আগামী দিনে আরও কয়েকজন ক্রিকেটার বাংলা থেকে আইপিএলে সুযোগ পাবে। একজন ক্রিকেটার আইপিএলের মঞ্চে সুযোগ পেলে তার অভিজ্ঞতা অনেক বাড়বে। অভিষেকের ক্ষেত্রেও সেটাই হবে।"
advertisement
এছাড়াও লক্ষ্মীরতন শপক্লা আরও বলেন,"অভিষেক খুব বুদ্ধিমান ক্রিকেটার। আমার শুভেচ্ছা প্রতি মুহূর্তে ওর সঙ্গে রয়েছে। ওর কাছে দল কি চাইছে সেটা ও খুব সহজে বুঝতে পারে। চাপের মুখেও অভিষেক বড় শট খেলতে ভয় পায় না। এটাই ওর প্লাস পয়েন্ট।" ‌বাংলার কোচ হিসেবে অভিষেক পোড়েলকে কী পরামর্শ দিতে চান? প্রশ্নের উত্তরে লক্ষ্মী বলেন,"আমি একটা কথাই বলব, সামনে থেকে লড়াই কর। ‌বুক চিতিয়ে লড়াই কর। আমি জানি সুযোগ পেলে অভিষেক নিজেকে দিল্লির জার্সিতে প্রমাণ করবেই।"
advertisement
advertisement
দিল্লিতে একের পর এক বাংলার ক্রিকেটার সুযোগ পাচ্ছেন। বিরাটের বেঙ্গালুরুতেও বাংলার দুই ক্রিকেটার আকাশদীপ এবং শাহাবাজ রয়েছেন। তবে কলকাতার টিম হয়েও কেকেআরে কোন বাংলার ক্রিকেটার না থাকা নিয়ে লক্ষ্মীরতন শুক্লাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"আশা করছি কলকাতা নাইট রাইডার্স দলেও আগামী দিনে বেশ কয়েকজন বাংলার ক্রিকেটার থাকবেন। ধারাবাহিকভাবে বাংলা ক্রিকেটের সাফল্য আসছে। আগামী দিনে আরও অনেক বেশি ক্রিকেটার আইপিএলে খেলবেন।"
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: সৌরভকে ধন্যবাদ লক্ষ্মীর, অভিষেক পোড়েলকে দিলেন বুক চিতিয়ে লড়াই করার বার্তা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement