IPL 2023: আইপিএলের উদ্বোধনে মহাচমক, মঞ্চ মাতাবেন এক বাঙালি সুপারস্টার
- Published by:Sudip Paul
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
IPL 2023: ২০১৯ সালের পর থেকে করোনার কারণে আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ ছিল। করোনার আবহে তিন বছর আইপিএল হলেও কোন উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি বোর্ডের পক্ষ থেকে। তবে এই বছর আবারও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে।
কলকাতা: কাউন্টডাউন শেষ। শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম মরসুম। আইপিএল ঘিরে একাধিক পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। আগের হোম-অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে টুর্নামেন্ট। একইসঙ্গে ফিরছে উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান। ২০১৯ সালের পর থেকে করোনার কারণে আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ ছিল। তবে এই বছর আবারও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চমক দিতে চাইছে বিসিসিআই। বলিউডের একাধিক তারকা পারফর্ম করবেন বলে খবর। তবে ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানে এক বঙ্গ সন্তানের গান গাওয়ার খবর ঘোষণা করা হয়েছে। আইপিএলের উদ্বোধনে পারফর্ম করবেন অরিজিৎ সিং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের পেজে উদ্বোধনী মঞ্চে গান গাওয়ার কথা ঘোষণা করেছেন অরিজিৎ। আইপিএল কমিটি তরফ থেকেও অরিজিৎ এর নাম ঘোষণা করা হয়েছে। এই খবরে অরিজিৎ সিং ফ্যানেদের মধ্যেও খুশির হাওয়া।
advertisement
শুক্রবার অর্থাৎ ৩১ মার্চ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ধোনির চেন্নাই বনাম গতবারের চ্যাম্পিয়ন হার্দিকের গুজরাত। ইতিমধ্যেই প্রথম ম্যাচ খেলতে আহমেদাবাদে পৌঁছে গেছেন ধোনি সহ গোটা চেন্নাই ব্রিগেড। ম্যাচের যাবতীয় সব টিকিট কয়েকদিন আগেই বিক্রি হয়ে গেছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে শুধু অরিজিৎ সিং নয়, এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে উপস্থিত থাকবেন তমান্না ভাটিয়া, রশ্মিকা মান্ধানার মত বলিউড অভিনেত্রীরা। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, ৩১ মার্চ, সন্ধ্যা ৬টায় অরিজিতের সঙ্গীতানুষ্ঠান হবে। সাতটায় টস হবে। তারপর সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।
advertisement
advertisement
উদ্বোধনী ম্যাচে দুই দলের অধিনায়ক ছাড়াও বাকি সব ফ্রাঞ্চাইজির অধিনায়ক উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। আইপিএল গভর্নিং কমিটি সদস্য ছাড়াও বিসিসিআইয়ের সমস্ত কর্তারাও উপস্থিত থাকবেন উদ্বোধনী মঞ্চে। বিসিসিআইয়ের অধীনস্থ সমস্ত রাজ্যসংস্থার কর্তাদেরও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। ম্যাচের আগে গোটা অনুষ্ঠানটাই আমদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আয়োজন করা হচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2023 3:02 PM IST