IPL 2022 Mega Auction: বিশ্বকাপ ফাইনালে সেরা বল করা রাজ বাওয়া, আইপিএল নিলামে সকলের নজরে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2022 Mega Auction: রাজ বাওয়ার (Raj Bawa) ফাইনালে বল হাতে পাঁচ উইকেট অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup Final) মঞ্চে কোনও বোলারের করা সেরা পারফরম্যান্স৷
#অ্যান্টিগা: আইপিএল ২০২২ মেগা অকশনের আগে (IPL 2022 Mega Auction) অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের মঞ্চকে দারুণভাবে ব্যবহার করলেন রাজ বাওয়া (Raj Bawa )৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup 2022) খেলা হচ্ছে একটা শনিবার আর এর ঠিক পরের শনিবারেই বেঙ্গালুরুতে বসবে আইপিএল ২০২২-র মেগা নিলামের (IPL 2022 Mega Auction) আসর৷ ৫ তারিখ অ্যান্টিগায় নিজেকে দর কষাকষির সম্ভবনাটা এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে নিলেন রাজ বাওয়া (Raj Bawa)৷ অ্যান্টিগায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে রাজ বাওয়ার বোলিং পারফরম্যান্স ৯.৫ ওভার ৩১ রান, ৫ উইকেট৷ তাঁর বোলিং ৩.১৫৷
ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে (U19 World Cup Final) তাঁর ইকনমি সবচেয়ে কম৷ ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল মেগা নিলামের (IPL 2022 Mega Auction) অংশ৷ নাম রয়েছে রাজবর্ধন হাঙ্গারগেকর , ভিকি অস্টওয়াল, যশ ধুল , রাজ বাওয়া (Raj Bawa), হারুন সিং, বাসু বৎস, অনিশ্বর গৌতম, কৌশল তাম্বের নাম৷ একমাত্র রাজবর্ধনের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে, বাকি সব কজন ক্রিকেটারের বেস প্রাইস ২০ লক্ষ টাকা৷
advertisement
আরও পড়ুন - Viral Video: ঘোড়ার পিঠ থেকে নাচতে নাচতে এ কী ধরণের নাগিন ডান্স, বিয়েবাড়ির ভাইরাল ভিডিও
advertisement
রাজ বাওয়ার ফাইনালে আগুনে পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে বহু ফ্রাঞ্চাইজি একেবারে লাফ দেবে এমনটাই মত ওয়াকিবহাল মহলের৷
That's #RajBawa in ICC U19 #WorldCup2022 finals #INDvENG #IndiaU19 pic.twitter.com/PQidww0wia
— Aakash Srivastava (@Cursedbuoy) February 5, 2022
advertisement
এদিকে শুধু বল হাতেই চমৎকার পারফরম্যান্স নয়, এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) যখন দল কোভিডে একেবারে একাধিক প্রধান ক্রিকেটারকে বিশ্রাম দিতে বাধ্য হয়েছিল তখন এই রাজ বাওয়া ব্যাট হাতেও চমৎকার ইনিংস খেলেছিলেন৷
advertisement
ফলে যে কোনও আইপিএল ফ্রাঞ্চাইজির জন্য অলরাউন্ডার প্যাকেজ হতে পারেন এই রাজ বাওয়া৷ এদিনের রাজ বাওয়ার ফাইনালে বল হাতে পাঁচ উইকেট অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup Final) মঞ্চে কোনও বোলারের করা সেরা পারফরম্যান্স৷
Raj Bawa 5-31 - BEST FIGURES EVER in U19 CWC Final.
— Mazher Arshad (@MazherArshad) February 5, 2022
advertisement
রাজ বাওয়া ও রবি কুমারের জুটিতে লুটি পারফরম্যান্সে ভর দিয়েই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ১৮৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2022 10:52 PM IST