Viral Video: ঘোড়ার পিঠ থেকে নাচতে নাচতে এ কী ধরণের নাগিন ডান্স, বিয়েবাড়ির ভাইরাল ভিডিও

Last Updated:

বিয়েবাড়ির এই সব নাচের ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল (Viral Video) হয়৷ নাগিন ডান্সও (Nagin Dance) এখন অত্যন্ত জনপ্রিয়৷

Viral Video: the boy serpent dance sitting on horse in front of the groom- Photo- Instagram/ Video Grab
Viral Video: the boy serpent dance sitting on horse in front of the groom- Photo- Instagram/ Video Grab
#কলকাতা: বরযাত্রী দলের সঙ্গে নাচগান বিয়ের (Wedding) একটা বড় অংশ৷ বিয়েবাড়ির মজা আরও বাড়িয়ে দেয় বর ও বউ, বরযাত্রী, কনেযাত্রীর নাচানাচি (Dance)৷ বিয়েবাড়ির এই সব নাচের ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল (Viral Video) হয়৷ নাগিন ডান্সও (Nagin Dance) এখন অত্যন্ত জনপ্রিয়৷ বিভিন্ন বিয়েবাড়িতে বিভিন্ন সময়ে নাগিন ডান্সের ভাইরাল ভিডিও (viral video)  হয়৷ এই মুহূর্তে এরকই একটা বিয়েবাড়ির নাগিন ডান্স (Nagin Dance) ভিডিও দুনিয়া কাঁপাচ্ছে৷ আর ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে৷ নাগিন ডান্স তো হামেশাই হয়, এই নাগিন ডান্সের বৈশিষ্ট্য এতে যিনি নাচ করছেন তিনি হবু বরের সঙ্গে তাঁর ঘোড়ার সামনে বসেই এঁকেবেঁকে নাচছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে বর সেজেগুজে ঘোড়ার ওপর বসে রয়েছেন৷ আর নাগিন ডান্স করা যুবক ঘোড়ার এদিক ওদিক দুদিকে ঝুলে ঝুলে নাগিন ডান্সের গোটা শরীরটাকে এমনভাবে দোলাচ্ছে  যে বলার নয়৷
দেখে নিন নাগিন ডান্সের (nagin dance) ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে নাচতে থাকা যুবক হঠাৎ করেই বরের ঘোড়ার ওপর উঠে যায়৷ ঠিক যেখানে বর বসে আছে৷ এরইমধ্যে বরযাত্রীদের কেউ কেউ বরের মুখের সামনে নোট লাগিয়ে দেন৷ আর সেই যুবক বরের মুখ থেকে সেই টাকার জিনিসটি সরিয়ে দিয়ে ঘোড়ার পিঠে এদিক ওদিক দুলে নাচতে শুরু করে৷
advertisement
ইন্টারনেটে জোরকদমে ভাইরাল (Viral Video) হয়েছে এই বিয়েবাড়িতে (Marriage) নাচের (Dance) ভিডিও৷ এই ভাইরাল ভিডিও এতটাই মজার যে নেটিজেনরা খুবই এই ভিডিও দেখছেন৷ নাগিন ডান্স দেখে একজন লিখেছেন এই পারফরম্যান্স তাঁকে আর পাঁচজনের থেকে আলাদা করে দিয়েছে৷
advertisement
আর একজন নেটিজেন লিখেছেন কেউ কী করে এরকম নাচ করেন৷ এই মজার ভিডিও memes.bks  নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে৷ যা হাজার হাজার মানুষ দেখেছেন৷ ভিডিওতে গানের একটি অংশ শোনা যাচ্ছে৷ এই নাচ দেখে সকলে অবাক হয়ে যাচ্ছে৷ ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করছেন৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ঘোড়ার পিঠ থেকে নাচতে নাচতে এ কী ধরণের নাগিন ডান্স, বিয়েবাড়ির ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement