Home /News /off-beat /
Viral Video: ঘোড়ার পিঠ থেকে নাচতে নাচতে এ কী ধরণের নাগিন ডান্স, বিয়েবাড়ির ভাইরাল ভিডিও

Viral Video: ঘোড়ার পিঠ থেকে নাচতে নাচতে এ কী ধরণের নাগিন ডান্স, বিয়েবাড়ির ভাইরাল ভিডিও

Viral Video: the boy serpent dance sitting on horse in front of the groom- Photo- Instagram/ Video Grab

Viral Video: the boy serpent dance sitting on horse in front of the groom- Photo- Instagram/ Video Grab

বিয়েবাড়ির এই সব নাচের ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল (Viral Video) হয়৷ নাগিন ডান্সও (Nagin Dance) এখন অত্যন্ত জনপ্রিয়৷

 • Share this:

  #কলকাতা: বরযাত্রী দলের সঙ্গে নাচগান বিয়ের (Wedding) একটা বড় অংশ৷ বিয়েবাড়ির মজা আরও বাড়িয়ে দেয় বর ও বউ, বরযাত্রী, কনেযাত্রীর নাচানাচি (Dance)৷ বিয়েবাড়ির এই সব নাচের ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল (Viral Video) হয়৷ নাগিন ডান্সও (Nagin Dance) এখন অত্যন্ত জনপ্রিয়৷ বিভিন্ন বিয়েবাড়িতে বিভিন্ন সময়ে নাগিন ডান্সের ভাইরাল ভিডিও (viral video)  হয়৷ এই মুহূর্তে এরকই একটা বিয়েবাড়ির নাগিন ডান্স (Nagin Dance) ভিডিও দুনিয়া কাঁপাচ্ছে৷ আর ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে৷ নাগিন ডান্স তো হামেশাই হয়, এই নাগিন ডান্সের বৈশিষ্ট্য এতে যিনি নাচ করছেন তিনি হবু বরের সঙ্গে তাঁর ঘোড়ার সামনে বসেই এঁকেবেঁকে নাচছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে বর সেজেগুজে ঘোড়ার ওপর বসে রয়েছেন৷ আর নাগিন ডান্স করা যুবক ঘোড়ার এদিক ওদিক দুদিকে ঝুলে ঝুলে নাগিন ডান্সের গোটা শরীরটাকে এমনভাবে দোলাচ্ছে  যে বলার নয়৷

  দেখে নিন নাগিন ডান্সের (nagin dance) ভাইরাল ভিডিও (Viral Video)

  ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে নাচতে থাকা যুবক হঠাৎ করেই বরের ঘোড়ার ওপর উঠে যায়৷ ঠিক যেখানে বর বসে আছে৷ এরইমধ্যে বরযাত্রীদের কেউ কেউ বরের মুখের সামনে নোট লাগিয়ে দেন৷ আর সেই যুবক বরের মুখ থেকে সেই টাকার জিনিসটি সরিয়ে দিয়ে ঘোড়ার পিঠে এদিক ওদিক দুলে নাচতে শুরু করে৷

  আরও পড়ুন - Viral: Mohammed Shami-র স্ত্রী Hasin Jahan-র তুফান রূপ, শরীরে যেন হাজার তারা গাঁথা, ফটো ভাইরাল

  ইন্টারনেটে জোরকদমে ভাইরাল (Viral Video) হয়েছে এই বিয়েবাড়িতে (Marriage) নাচের (Dance) ভিডিও৷ এই ভাইরাল ভিডিও এতটাই মজার যে নেটিজেনরা খুবই এই ভিডিও দেখছেন৷ নাগিন ডান্স দেখে একজন লিখেছেন এই পারফরম্যান্স তাঁকে আর পাঁচজনের থেকে আলাদা করে দিয়েছে৷

  আরও পড়ুন - Big News: IPL 2022 Mega Auction: ১৫ দেশের ৬০০-রও কম ক্রিকেটার অংশ হলেন মেগা নিলামের, বোর্ডের বড় সিদ্ধান্ত

  আর একজন নেটিজেন লিখেছেন কেউ কী করে এরকম নাচ করেন৷ এই মজার ভিডিও memes.bks  নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে৷ যা হাজার হাজার মানুষ দেখেছেন৷ ভিডিওতে গানের একটি অংশ শোনা যাচ্ছে৷ এই নাচ দেখে সকলে অবাক হয়ে যাচ্ছে৷ ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করছেন৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Viral Video, Wedding

  পরবর্তী খবর