Big News: IPL 2022 Mega Auction: ১৫ দেশের ৬০০-রও কম ক্রিকেটার অংশ হলেন মেগা নিলামের, বোর্ডের বড় সিদ্ধান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কয়েকদিন আগেই বোর্ড জানিয়েছিল মোট ১২১৪ ক্রিকেটার আইপিএল ২০২২ মেগা নিলামের (IPL 2022 Mega Auction) জন্য নাম রেজিস্ট্রেশন করেছিলেন৷ এতে ১৯ দেশের ক্রিকেটারের নাম ছিল৷
#মুম্বই: আইপিএল ২০২২ (IPL 2022) মেগা অকশনে (IPL 2022 Mega Auction) কতজন ক্রিকেটার অংশ নেবে সেই বড় খবর সামনে আনল বিসিসিআই ( BCCI)৷ বিসিসিআই মঙ্গলবার এই বিষয়ে ঘোষণা করে দিল৷ ভারত সহ ১৫ দেশের ৫৯০ ক্রিকেটার এই আইপিএল ২০২২ মেগা নিলামে অংশ নেবেন৷ কয়েকদিন আগেই বোর্ড জানিয়েছিল মোট ১২১৪ ক্রিকেটার আইপিএল ২০২২ মেগা নিলামের (IPL 2022 Mega Auction) জন্য নাম রেজিস্ট্রেশন করেছিলেন৷ এতে ১৯ দেশের ক্রিকেটারের নাম ছিল৷ অর্থাৎ নাম রেজিস্ট্রেশন করানো ৬২৪ জন ক্রিকেটারের নাম কাটা গেছে৷ বিসিসিআই ( BCCI) এই মাসের ১২ ও ১৩ তারিখ বেঙ্গালুরুতে নিলামের আসর আয়োজন করেছে৷ এইবার মিলিয়ন ডলার আইপিএল টুর্নামেন্টে (IPL 2022) ১০ টি দলের লড়াই হবে৷ এইবারই প্রথম লখনউ এবং আহমেদাবাদ অংশ নিচ্ছে৷ এবারের নিলামে ২২০ জন বিদেশি ক্রিকেটার অংশ নেবেন৷
আইপিএল ২০২২ (IPL 2022) মেগা অকশনে (IPL 2022 Mega Auction) ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার অংশ নেবেন৷ বিদেশের দলগুলির মধ্যে থেকে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ৪৭ জনের নাম এই লিস্টে জায়গা পেয়েছে৷ এছাড়া ওয়েস্টইন্ডিজের ৩৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডেক ২৪-২৪ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন৷ ভুটান, ওমান, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটাররা রেজিস্ট্রেশন লিস্টে থাকলেও তাঁদের ফাইনাল নিলামের লিস্টে জায়গা মেলেনি৷
advertisement
advertisement
আফগানিস্তানের ১৭ জন ক্রিকেটার
আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL 2022 Mega Auction) আফগানিস্তানের ১৭ জন, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৫ জন করে, শ্রীলঙ্কার ২৩, নামিবিয়ার ৩, স্কটল্যান্ডের ২, জিম্বাবোয়ে, নেপাল এবং আমেরিকার ১ জন করে ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে৷
advertisement
আইপিএল ২০২২ মেগা অকশনে পঞ্জাবের কাছে সবচেয়ে বেশি সুযোগ
টি টোয়েন্টি লিগে -র সব দলের কথা বললে পঞ্জাব কিংস সবচেয়ে কম মাত্র ২ জন ক্রিকেটারকে রিটেন করেছে৷ফলে এবারের নিলামের আসর থেকে তাঁরা ২৩ জন ক্রিকেটারকে কিনতে পারবে৷ আইপিএলের নিয়ম অনুযায়ি একটি দল সবচেয়ে বেশি ২৫ জন এবং সবচেয়ে কম ১৮ জন ক্রিকেটার নিয়ে দল তৈরি করতে পারে৷ এক একটি দল ৮ জনের বেশি বিদেশি ক্রিকেটার দলে রাখতে পারবে না৷ প্লেয়িং ইলেভেনে ৪ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন৷ এক একটি দলের মালিকরা কেনাকাটার জন্য মোট ৯০ কোটি টাকা খরচ করতে পারেন, ়যার মধ্যে পঞ্জাবের কাছে এখনও অবধি সবচেয়ে বেশি ৭২ কোটি টাকা রয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 4:06 PM IST