Ranji Trophy News: গ্রুপ পর্ব ১৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, নকআউট জুনে
- Published by:Debalina Datta
Last Updated:
Ranji Trophy News: ৯টি গ্রুপে ভাগ করা হলো ৩৮টি দলকে।
#মুম্বই: বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে আগেই জানা গিয়েছিল করোনার কারণে স্থগিত হয়ে থাকা রনজি ট্রফি (Ranji Trophy) এবার শুরু হচ্ছে। আইপিএলের আগে এবং পরে মিলিয়ে দু'ভাগে হবে রনজি ট্রফি (Ranji Trophy) । এবার রনজি ট্রফি (Ranji Trophy) নিয়ে আরও খবর সামনে এল। প্রাথমিকভাবে ঠিক ছিল ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রনজি ট্রফি (Ranji Trophy)। তবে বোর্ডের তরফে খবর, ১৩ তারিখের বদলে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রনজি ট্রফি (Ranji Trophy)।
গ্রুপ পর্বের ম্যাচ গুলি চলবে ৫ মার্চ পর্যন্ত। এলিট গ্রুপে থাকা ৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হচ্ছে। প্রত্যেকটি গ্রুপে ৪ টি করে দল থাকবে। প্লেট গ্রুপের বাকি ছয়টি দল একটি গ্রুপে থাকবে। সব মিলিয়ে মোট নয়টি গ্রুপ। বোর্ড (BCCI) সূত্রে খবর, এই ৯টি গ্রুপের ম্যাচ ৯টি শহরে হবে। রনজি গ্রুপ পর্যায়ের ম্যাচ কলকাতা, আহমেদাবাদ, তিরুবনন্তপুরম, কটক, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং রাজকোটে আয়োজিত হবে। বাংলা দল কটকে খেলবে। কলকাতায় প্লেট গ্রুপের ম্যাচ আয়োজিত হবে বলে খবর।
advertisement
২০২০ সালের মার্চ মাসে শেষবার রনজি ট্রফি (Ranji Trophy) আয়োজিত হয়েছিল। সেইবার রঞ্জি ফাইনাল আয়োজিত হওয়ার পরেই দেশজুড়ে করোনার কারণে লকডাউন শুরু হয়ে যায়। অতি মহামারীর ধাক্কায় গতবছর রনজি ট্রফি আয়োজন করা সম্ভব হয়নি। চলতি বছর 13 ই জানুয়ারি থেকে রনজি ট্রফি আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু এই বছরের শুরুতেও করোনার তৃতীয় ঢেউয়ের কারণে রনজি ট্রফি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য বিসিসিআই কর্তারা। তবে বোর্ড কর্তারা পরিস্থিতির দিকে নজর রেখে চলছিলেন। পরপর দু'বছর রনজি ট্রফি না হলে ক্রিকেটাররা বড় ক্ষতির মুখে পড়তেন। ইতিমধ্যেই একাধিক ক্রিকেট বোর্ডের কাছে রনজি ট্রফি আয়োজন করার জন্য অনুরোধ করেন।
advertisement
advertisement
এরপরই করোনার পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় রনজি ট্রফি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। মঙ্গলবার বোর্ডের তরফ থেকে সরকারিভাবে রনজি সূচি ঘোষণা করা হতে পারে। রবিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদরদপ্তরে বৈঠকে বসছেন কর্তারা। বৈঠকে যোগ দিতে সোমবার রাতেই মুম্বই পাড়ি দেন প্রেসিডেন্ট সৌরভ। সময়ের অভাবের কারণে দু'ভাগে রনজি ট্রফি আয়োজন করতে বাধ্য হচ্ছেন কর্তারা।
advertisement
মার্চ মাসের পর আইপিএল শেষ হলে নকআউট পর্ব জুন মাসে হবে বলে খবর। নতুন করে ফরম্যাট তৈরি করেছে বোর্ড। তবে নকআউট ঠিক কি ফরম্যাটে খেলা হবে তা এখনো চূড়ান্ত নয়। ৯টি গ্রুপ থেকে কটি করে দল নকআউটে উঠবে তা এখনও নিশ্চিত নয়। তবে গ্রুপ গুলো ঠিক করে ফেলা হয়েছে। ঘোষণা না হলেও সূত্রের খবর, বাংলার সঙ্গে গ্রুপে রয়েছে বরোদা, চণ্ডিগড় এবং হায়দরাবাদ। ১০ তারিখ কটকে যাওয়ার কথা বাংলা দলের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 12:52 PM IST