Lifestyle Tips: এই শীতে Jaggery-র গুণ অমৃতের মতো, শরীরে নানাভাবে ভাল কাজ করে Gur
- Published by:Debalina Datta
Last Updated:
Lifestyle Tips: এই শীতে সুরক্ষায় দুর্দান্ত সুপারফুড হল গুড় (Gur)! কেন গুড় (Jaggery) খাবেন?
#নয়াদিল্লি: কখনও ভেবে দেখেছেন কি কেন শীতকালে (Winter) সব ঐতিহ্যবাহী মিষ্টি তৈরিতে গুড় (Gur) ব্যবহার করা হয়? যাঁরা মিষ্টি খেতে ভালোবাসেন তাঁরা ভয়ে ভয়ে মিষ্টি খান। কারণ চিনি ওজন বাড়িয়ে দেয়। গুড় খেলে কিন্তু সেই আশঙ্কা থাকে না। শীতকালে গুড় শরীর উষ্ণও রাখে। দেখে নেওয়া যাক এই শীতে গুড় (Jaggery) খাওয়ার উপকারিতা কী কী।
কেন গুড় (Jaggery) খাবেন?
গুড় মূলত ঘনীভূত আখের রস থেকে প্রাপ্ত এক রকমের অপরিশোধিত চিনি। গুড় (Jaggery) তৈরির প্রক্রিয়া একে মিষ্টি করে তোলে। গুড় শুধু স্বাদেই লোভনীয় নয় বরং এর প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে। বিশেষ করে, শীতকালে (Winter) গুড় খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাড়ে এবং গুড় শরীরকে উষ্ণ রাখতেও সাহায্য করে।
advertisement
advertisement
আরও পড়ুন - Union Budget 2022: পর পর দু'বছর বাজেট কমেছে, এবার কি শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়াবেন নির্মলা
গুড়ের উপকারিতা (Benifit of Gur)
১) জ্বর ও ঋতুকালীন ফ্লু দূর করে
বেশ কিছু আয়ুর্বেদিক ওষুধে গুড় (Benifit of Jaggery ) একটি সক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এর কারণ হল গুড়ের একটি ক্ষমতা রয়েছে, যা শরীরকে যথেষ্ট উষ্ণতা দিতে সাহায্য করে এবং এটিকে আদা, তুলসী পাতা এবং অন্যান্য উপাদানের সঙ্গে যুক্ত করে গ্রহণ করলে গলা ব্যথা, মৌসুমী ফ্লু, সর্দি কাশি এবং জ্বর নিরাময় হতে পারে।
advertisement
২) রক্ত শুদ্ধ করে
গুড় (Benifit of Jaggery ) প্রাকৃতিকভাবে আয়রন, ফোলেট এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানে ভরপুর যা রক্ত পরিশোধনে সাহায্য করে। প্রতিদিনের খাবারে গুড় (Benifit of Gur) যোগ করলে তা রক্ত পরিষ্কার করতে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। এছাড়াও এটি প্রাকৃতিকভাবে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়াতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে।
advertisement
৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
গুড়ের অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এবং খনিজ শরীরে শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে। ফলে শরীর বেশ কিছু সাধারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। রিফাইন্ড চিনির মতো গুড়ের মধ্যে ক্যালোরি নেই। তাই মিষ্টি হিসেবে গুড় একটি ভালো বিকল্প কারণ এটি স্বাস্থ্যকে সমৃদ্ধকারী পুষ্টিগুণে ভরপুর।
advertisement
৪) শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখে
শীতকালে (Winter) সর্দি কাশি, বুকে কফ জমা এবং পেট খারাপ খুব সাধারণ বিষয়। প্রতিদিন পরিমিত পরিমাণে গুড় খেলে শ্বাসতন্ত্র, ফুসফুস, পাকস্থলী এবং খাদ্যনালী পরিষ্কার থাকে।

advertisement
৫) হাড়ের ব্যথা কম করে
গুড়ের আশ্চর্যজনক অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ব্যথা নিরাময়ে সাহায্য করে। প্রতিদিন গুড়, ঘি এবং আদা খাওয়া জয়েন্টের ব্যথা নিরাময়ে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
৬) এনার্জি যোগায়
গুড় (Benifit of Gur) শরীরে প্রচুর পরিমাণে শক্তি যোগায় কারণ এটি স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট সমৃদ্ধ। এছাড়াও গুড় জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ, যা শরীর থেকে ক্লান্তি এবং অন্যান্য দুর্বলতা রোধ করতে সাহায্য করে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 9:59 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lifestyle Tips: এই শীতে Jaggery-র গুণ অমৃতের মতো, শরীরে নানাভাবে ভাল কাজ করে Gur