Panchangam 1st February: পঞ্জিকা ১ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Debalina Datta
Last Updated:
Panchangam 1st February: পঞ্জিকা ১ ফেব্রুয়ারি: কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ভৌমবতী অমাবস্যা ও মৌনী অমাবস্যাও পালন করা হবে।
#কলকাতা: পঞ্চ অঙ্গের (Panchangam) সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ (Panchangam) বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ (Panchangam) , কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ (Panchangam) হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১ ফেব্রুয়ারির কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল মঙ্গল এবং এই অমাবস্যা তিথি থাকবে ১ ফেব্রুয়ারি সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের প্রতিপদ তিথি।
advertisement
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ভৌমবতী অমাবস্যা ও মৌনী অমাবস্যাও পালন করা হবে।
আরও পড়ুন - Union Budget 2022: Earn Money: বাজেটের পর এই ৫ স্টকে মিলতে পারে অপ্রত্যাশিত উড়ান, পকেটে ঢুকবে মোটা টাকা
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৭টা ১০ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ০৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১ ফেব্রুয়ারি সকাল ৭টা ১৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১ ফেব্রুয়ারি সন্ধে ৬টা ২৫ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথির নক্ষত্র হল শ্রবণা। ১ ফেব্রুয়ারি, সন্ধে ৭টা ৪৪ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে মকর রাশিতে। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে ২ ফেব্রুয়ারি ভোর ৬টা ৪৫ মিনিট পর্যন্ত; এর পরে গমন করবে কুম্ভ রাশিতে।
advertisement
আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ১ ফেব্রুয়ারি; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
শুভ মুহূর্ত (Shubh Muhurat) -১ ফেব্রুয়ারি অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১টা ০২ মিনিটে। অমৃতযোগ ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সকাল ১০টা ১৮ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১১টা ৪৫ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত (rahukaal)- পঞ্জিকা মতে ১ ফেব্রুয়ারি রাহুকাল শুরু হচ্ছে দুপুর ৩টে ২৫ মিনিট থেকে, শেষ হচ্ছে বিকেল ৪টে ৪৭ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 8:48 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchangam 1st February: পঞ্জিকা ১ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!