Union Budget 2022: Earn Money: বাজেটের পর এই ৫ স্টকে মিলতে পারে অপ্রত্যাশিত উড়ান, পকেটে ঢুকবে মোটা টাকা

Last Updated:

কয়েক ঘণ্টা পরই বাজেট (Union Budget 2022) । তাই এবারও ‘চমৎকারের’ আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা (Earn Money)।

Union budget 2022
Union budget 2022
#নয়াদিল্লি: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। শুধু জীবনযাত্রা নয়, সব ক্ষেত্রেই পড়েছে মারণ ভাইরাসের প্রভাব। সেই তালিকা থেকে বাদ যায়নি শেয়ার মার্কেটও। রীতিমতো ধ্বস নেমেছে দালাল স্ট্রিটে। তাই কেন্দ্রীয় বাজেটের দিকে বিপুল প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। গত বছর বাজেট  (Budget 2022) পেশের পরই চাঙ্গা হয় শেয়ার বাজার (stock)। ১৯৯৯ সালের পর ২০২০-তে বাজেটের দিন ৫ শতাংশ বৃদ্ধি পায় শেয়ার বাজার। আর কয়েক ঘণ্টা পরই বাজেট (Union Budget 2022) । তাই এবারও ‘চমৎকারের’ আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা (Earn Money)।
গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে, বাজেটে (Union Budget 2022) যে যে সেক্টরে জোর দেওয়া হয়েছে, সেই সেক্টরের সঙ্গে যুক্ত কোম্পানিগুলির চাহিদা এবং দাম একাধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটা। এবারও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। তাই বাজেটের ঠিক আগে এখানে ৫টি স্টক বেছে নেওয়া হল। শেয়ার বাজার (Stock) বিশেষজ্ঞরা বলছেন, বাজেট ঘোষণার পর এই স্টকগুলি রকেটের গতিতে ছুটতে পারে। যার ফলে দু'দিনেই মোটা টাকা (Earn Money) পকেটে ঢুকতে পারে বিনিয়োগকারীদের।
advertisement
advertisement
একনজরে ৫ স্টক
১। অন মোবাইল গ্লোবাল: সিএমপি - ১৪০ টাকা। লক্ষ্য – ২৫০ টাকা। স্টপলস – ১২৫ টাকা। আপসাইড – ৭৮ শতাংশ।
২। টাটা মোটরস: সিএমপি - ৪৯৭ টাকা। লক্ষ্য – ৭৫০ টাকা। স্টপলস – ৪৫০ টাকা। আপসাইড – ৫১ শতাংশ।
advertisement
৩। বিসিএল ইন্ডাস্ট্রিজ: সিএমপি - ৪৬৯ টাকা। লক্ষ্য – ৯৪০ টাকা। স্টপলস – ৪০০ টাকা। আপসাইড – ১০০ শতাংশ।
৪। কারুর বৈশ্য ব্যাঙ্ক: সিএমপি – ৪৮.৬ টাকা। লক্ষ্য – ৮৫ টাকা। স্টপলস – ৪০ টাকা। আপসাইড – ৭৫ শতাংশ।
৫। মেডপ্লাস হেলথ সার্ভিস: সিএমপি – ১০৮৬ টাকা। লক্ষ্য – ১৭২৫ টাকা। স্টপলস – ১০০০ টাকা। আপসাইড – ৫৯ শতাংশ।
advertisement
শেয়ার বাজারে (Stock) বিনিয়োগ বাড়াতে সরকারের সম্পত্তির হিসাব ও বিভাজনের নীতিতে স্বচ্ছতা আনা প্রয়োজন বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। সরবরাহ ক্ষেত্রে যেহেতু একাধিক সঙ্কট দেখা দিয়েছে, সেই কারণে ভারতও নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সেই কারণে সরকারের প্রয়োজন আসন্ন বাজেটে (Union Budget 2022)   বিভিন্ন নীতি সম্পর্কে স্বচ্ছতা আনা। শেয়ার বাজারেও করের বোঝা রয়েছে। সেগুলিতেও ছাড় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের দাবি দীর্ঘমেয়াদী মূলধনে লাভের আশাতেই কর ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু বিগত কয়েক বছরে ভারতীয় শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য সেভাবে লাভজনক হয়নি। তাই সব দিক বিচার বিবেচনা করে শেয়ার মার্কেট সংক্রান্ত করের ওপর সম্পূর্ণ ছাড় দেওয়া উচিত বলে মত তাঁদের।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: Earn Money: বাজেটের পর এই ৫ স্টকে মিলতে পারে অপ্রত্যাশিত উড়ান, পকেটে ঢুকবে মোটা টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement