Kiyan Nassiri: হ্যাটট্রিকের পর ড্রেসিংরুমে কী করলেন কিয়ান নাসিরি, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ড্রেসিংরুমে কিয়ান নাসিরির (Kiyan Nassiri) ভাইরাল ভিডিও (Viral Video)৷

Kiyan Nassiri celebrates his hattrick with teammate in ATK Mohun Bagan dressing room- Photo Courtesy- ATK Mohun Bagan/ Twitter
Kiyan Nassiri celebrates his hattrick with teammate in ATK Mohun Bagan dressing room- Photo Courtesy- ATK Mohun Bagan/ Twitter
#মারগাঁও: শনিবাসরীয় ডার্বি (Derby)৷ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (SC East Bengal) প্রথম লেগের ম্যাচে হেরেছিল, দ্বিতীয় লেগে তাদের বদলার গেম৷ ফ্যানদের আশা বাড়িয়ে ফিরতি আইএসএল (ISL) ডার্বিতে (Derby) প্রথমার্ধ গোল শূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ইস্টবেঙ্গল (SC East Bengal vs ATK MB)৷ এটিকে মোহনবাগানের (ATK MB) একের পর এক ডার্বি ম্যাচের নায়ক রয় কৃষ্ণা বেঞ্চে৷ কিন্তু এক তরুণ একেবারে অন্যভাবে ম্যাচের ছবিটাই বদলে দিলেন৷ শনিবারের পর মোহনবাগান ও ইস্টবেঙ্গল ফ্যানদের মনে একেবার নিজের নামের দাগ কেটে দিলেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)৷ এক গোল নয়, একেবারে তিন গোল - ডার্বি ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে হ্যাটট্রিক৷
রিজার্ভ বেঞ্চে রয় কৃষ্ণ তখন শিশুর মত লাফাচ্ছেন। কোচ হুয়ান আবেগ ধরে রাখতে পারছেন না। কিয়ান ততক্ষণে স্পর্শ করে ফেলেছেন বাইচুং ভুটিয়া এবং এডে চিডিকে। আরো অতীতের কথা বললে অমিয় দেবের হ্যাটট্রিক রয়েছে ডার্বিতে। এই কিংবদন্তিদের তালিকায় মাত্র কয়েকটা মিনিটে ব্যবধানে নিজের নাম খোদাই করে দিলেন জামশিদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি (Kiyan Nassiri)।
advertisement
ডার্বি বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার জন্ম দেয়৷ ২০২২-র জানুয়ারির ডার্বিরও মঞ্চও এক উঠতি তারকাকে চিনিয়ে দিল৷ কিয়ান নাসিরি (Kiyan Nassiri) স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত৷ তবে তাঁর মাটিতেই পা৷ তাই হ্যাটট্রিক করা ম্যাচে -র পর ড্রেসিংরুমে তিনি তাঁর পারফরম্যান্সের জন্য ক্রেডিট দিয়েছেন তাঁর সবুজ-মেরুণ সতীর্থদের৷
advertisement
advertisement
দেখে নিন ড্রেসিংরুমে তিনি ঠিক কি বলেছিলেন, আর কি করছিলেন, দেখে নিন এটিকে মোহনবাগান ড্রেসিংরুমে কিয়ান নাসিরির  (Kiyan Nassiri) ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
বিখ্যাত বাবার ছেলে সব সময় বিখ্যাত হয় এমন উদাহরন কম। হাতে গোনা কিছু আছে অবশ্য। বছর একুশের ছেলেটা যখন সেন্ট জেভিয়ার্স স্কুলের মাঠে অনুশীলন করত, খুব কাছ থেকে দেখেছিলেন প্রাক্তন ডিফেন্ডার অনিত ঘোষ। ছেলেটা বাকি চারজন সমবয়সীর থেকে আলাদা বোঝা গিয়েছিল। বাবা ৮ এর দর্শকের কলকাতা ময়দান কাঁপানো ইরানিয়ান সুপারস্টার জামশিদ নাসিরি অবশ্য ছেলেকে চাপ দেননি। বেড়ে উঠতে দিয়েছেন নিজের মতো করে।
advertisement
২০০০ কিলোমিটার দূরের মারগাও নেহেরু স্টেডিয়ামে সবুজ মেরুনকে কাঙ্খিত ডার্বি জিতিয়েছেন কিয়ান নাসিরি। সারা বিশ্বে সবুজ মেরুন সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন বছর একুশের ছেলেটা। বাবা এবং প্রাক্তন ময়দান কাঁপানো বিখ্যাত ইরানি স্ট্রাইকার জামশিদ নাসিরি এক কথায় মেনে নিলেন ছেলের নায়ক হয়ে ওঠার পেছনে প্রাক্তন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনার অবদান রয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Kiyan Nassiri: হ্যাটট্রিকের পর ড্রেসিংরুমে কী করলেন কিয়ান নাসিরি, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement