West Medinipur News: হনুমানের মৃত্যুতে মাথা ন্যাড়া, পুরোহিত ও নাপিত ডেকে শ্রাদ্ধ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পুরোহিত ও নাপিত ডেকে,মন্ত্রোচ্চারণ (Hindu Rituals) সঙ্গে মাথা ন্যাড়া হয়ে, হুনমানের (Hanuman) শেষকৃত্য সম্পন্ন করল এলাকাবাসী৷
#ঘাটাল: পুরোহিত ও নাপিত ডেকে,মন্ত্রোচ্চারণ (Hindu Rituals) সঙ্গে মাথা ন্যাড়া হয়ে, হুনমানের (Hanuman) শেষকৃত্য সম্পন্ন করল এলাকাবাসী৷ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় ।
জানা যায় রবিবার সকাল নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের অজবনগর গ্রামে চাথাল এলাকায়,ঘাটাল পাঁশকুঁড়া রাজ্য সড়ক পার হচ্ছিল একটি হনুমান, আর সেই সময় দ্রুত বেগে একটি পণ্যবাহী ট্রাক এসে হনুমানকে (Hanuman) ধাক্কা মারলে গুরুতর আহত হয় হনুমানটি।
advertisement
advertisement
স্থানীয় মানুষজন চিকিৎসক ডেকে নিয়ে হনুমানের (Hanuman) চিকিৎসা করলেও শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় হনুমানের । অবশেষে গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে অর্থ জোগাড় করে সামাজিক রীতিনীতি মেনে সমাধি দেয় তার। এমনকি গ্রামেরই এক ব্যক্তি গুণধর ঘটক নিজের মাথা মুড়িয়ে ব্রাহ্মণ ডেকে পুজো আর্চনা করে হনুমানের সমাধি দেয়। অজবনগর গ্রামবাসীরা জানায় কয়েক দিনের মধ্যে তারা হনুমানের সমাধি মন্দির স্থাপন করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2022 9:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: হনুমানের মৃত্যুতে মাথা ন্যাড়া, পুরোহিত ও নাপিত ডেকে শ্রাদ্ধ