#ঘাটাল: পুরোহিত ও নাপিত ডেকে,মন্ত্রোচ্চারণ (Hindu Rituals) সঙ্গে মাথা ন্যাড়া হয়ে, হুনমানের (Hanuman) শেষকৃত্য সম্পন্ন করল এলাকাবাসী৷ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় ।
জানা যায় রবিবার সকাল নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের অজবনগর গ্রামে চাথাল এলাকায়,ঘাটাল পাঁশকুঁড়া রাজ্য সড়ক পার হচ্ছিল একটি হনুমান, আর সেই সময় দ্রুত বেগে একটি পণ্যবাহী ট্রাক এসে হনুমানকে (Hanuman) ধাক্কা মারলে গুরুতর আহত হয় হনুমানটি।
আরও পড়ুন - Ind vs WI: গেম ফিনিশার শাহরুখ খানকে অবজ্ঞা করা গেল না, এবার জুড়লেন দলের সঙ্গে
স্থানীয় মানুষজন চিকিৎসক ডেকে নিয়ে হনুমানের (Hanuman) চিকিৎসা করলেও শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় হনুমানের । অবশেষে গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে অর্থ জোগাড় করে সামাজিক রীতিনীতি মেনে সমাধি দেয় তার। এমনকি গ্রামেরই এক ব্যক্তি গুণধর ঘটক নিজের মাথা মুড়িয়ে ব্রাহ্মণ ডেকে পুজো আর্চনা করে হনুমানের সমাধি দেয়। অজবনগর গ্রামবাসীরা জানায় কয়েক দিনের মধ্যে তারা হনুমানের সমাধি মন্দির স্থাপন করবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hanuman, Paschim medinipur