IPL 2022: আইপিএল Venue নিয়ে জোর চিন্তায় BCCI, করোনার বাড়বাড়ন্তে ফের কি বিদেশেই টুর্নামেন্ট

Last Updated:

দেশে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে৷ রবিবার সারা দেশে ২৪ ঘণ্টায় কোভিড ১৯ (Covid 19) নতুন সংক্রমিতের সংখ্যা ১.৫ লক্ষ ছাড়িয়েছে৷ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কয়েকদিন আগে বলেছিলেন বোর্ড দেশের মাটিতেই (IPL 2022 Venue) আইপিএল আয়োজন করতে চায়৷

ipl 2022- Photo- PTI
ipl 2022- Photo- PTI
#কলকাতা: দেশে করোনা ভাইরাসের (Coronavirus)  সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে৷ রবিবার সারা দেশে ২৪ ঘণ্টায় কোভিড ১৯ (Covid 19) নতুন সংক্রমিতের সংখ্যা ১.৫ লক্ষ ছাড়িয়েছে৷ করোনা ভাইরাসের (Coronavirus) এই রকম বৃদ্ধির মধ্যেই আইপিএল ২০২২(IPL 2022) আয়োজন ফের একবার বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে৷ গত বছর করোনার কারণে ভারতে টুর্নামেন্ট আয়োজন হলেও মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয়৷ আইপএলের (IPL) দ্বিতীয় পর্ব আয়োজন হয় সংযুক্ত আরব আমিরশাহিতে৷ আইপিএল ২০২০ (IPL 2021) পুরো টুর্নামেন্ট আয়োজন হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে৷ আইপিএল ২০২২-র (IPL 2022) মরশুম ভারতের মাটিতে আয়োজন (IPL 2022 Venue) করা বিসিসিআইয়ের (BCCI) পক্ষে কার্যত দুঃসাধ্য বলেই মনে হচ্ছে৷ এই বারই প্রথম ৮-র বদলে ১০ দলের আইপিএল (IPL) আয়োজন করা হবে৷ অর্থাৎ খেলোয়াড়ের সংখ্যাও গতবারের চেয়ে বেশ খানিকটা বেড়ে যাবে৷
ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ি বিসিসিআই (BCCI) আয়োজন করার জন্য ঘরের বাইরের বিকল্প নিয়েই জোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে৷ তাই তাদের নজরে এখন বিদেশি ভ্যেনু (IPL 2022 Venue) ৷ সূত্র জানিয়েছে, ‘আমরা সব বিকল্প খুঁজছি, এতে দেশের বাইরের ভ্যেনুও সামিল রয়েছে৷ কন্তু নিশ্চিতভাবেই আমাদের নজর ভারতে আইপিএল আয়োজনের ওপরেই আছে৷ এখনও অবধি প্রাথমিক নিলাম হয়েছে৷ আমরা দ্রুত সিদ্ধান্ত নেব৷’’ গত কয়েকদিনে ক্রমবর্ধমান করোনার কেস (Coronavirus) কারণে বোর্ড (BCCI) রনজি ট্রফি সহ তিনটি ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন অনিশ্চিত সময়ের জন্য স্থগিত করে দিয়েছে৷
advertisement
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইপিএল  (IPL) আয়োজনের পক্ষে
advertisement
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়  (Sourav Ganguly) কয়েকদিন আগে বলেছিলেন বোর্ড দেশের মাটিতেই (IPL 2022 Venue) আইপিএল আয়োজন করতে চায়৷ কিন্তু করোনার কেস সকলের জন্যেই চিন্তার৷ আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের ক্রিকেট খেলতে ভারতে আসবে৷ এরপর শ্রীলঙ্কাও ভারতে আসবে৷ টি টোয়েন্ট লিগের মেগা অকশন সামনে মাসে আয়োজন হওয়ার কথা৷ কিন্তপ এখনও অবধি বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কোনও বিষয়েই কোনও বিবৃতি পাওয়া যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএল Venue নিয়ে জোর চিন্তায় BCCI, করোনার বাড়বাড়ন্তে ফের কি বিদেশেই টুর্নামেন্ট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement