IPL 2021: মাঠের মধ্যে বিপক্ষের খেলোয়াড়ের পাশে হঠাৎই এ কী করলেন Suresh Raina, দেখুন Video

Last Updated:

আইপিএল ২০২১ (IPL 2021) ম্যাচে সুরেশ রায়নার (Suresh Raina)-র ভিডিও (video) দেখেছেন কি?

Suresh Raina's funny act- Photo Courtesy- Twitter/VideoGrab
Suresh Raina's funny act- Photo Courtesy- Twitter/VideoGrab
#কলকাতা: বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে (IPL 2021) চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (CSKvs SRH) মধ্যে শারজাতে ম্যাচ ছিল৷  আইপিএল ২০২১ -র এই ম্যাচে  জিতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্রথমদল হিসেবে আইপিএল প্লে অফের (IPL Playoff) যোগ্যতা অর্জন করে নিল৷ অন্যদিকে এই ম্যাচে হারের ফলে আইপিএল থেকে এবারের মতো ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ৷
এদিনের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (CSK) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল৷ অধিনায়ক ধোনির সিদ্ধান্ত একদম সঠিক ছিল প্রমাণ করে দেন চেন্নাই সুপার কিংস বোলাররা৷ এদিকে এদিন সুরেশ রায়না (Suresh Raina) ভারি মজার এক কাজ করে নজর কাড়েন৷ দেখুন সেই ভিডিও (Video)৷
advertisement
advertisement
টসে হেরে  হায়দরাবাদ এদিন শুরু থেকেই খারাপ ব্যাটিং প্রদর্শন শুরু করে৷ এর আগের ম্যাচে সানরাইজার্স হায়দারবাদের নায়ক জেসন রয় সহজেই আউট হয়ে যায়৷  এরপর ডয়েন ব্র্যাভো কিছু ওভার বাদে হায়দরাবাদের কেন উইলিয়ামসনও আউট হয়ে যান৷
ম্যাচের ৯ তম ওভারে শার্দুল ঠাকুর বল করতে এসেছিলেন৷ যার তৃতীয় বলে শাহ বল হাওয়ায় উড়িয়ে দেন৷ সেটা পয়েন্টে ধরে নেন ফিল্ডার৷ আম্পায়র সেটাকে নো বল ডাকেন৷ ওভার শেষ হওয়ার সকলেই ক্রিজের একদিক থেকে অন্যদিকে যাচ্ছিলেন তখন সুরেশ রায়না (Suresh Raina) বলকে হাত দিয়ে তোলার বদলে পা দিয়ে তুলে শূন্যে লাফিয়ে নেন , যা দেখে সকলেই আশ্চর্য হয়ে যান এবং হাসতে থাকেন৷
advertisement
এদিনের ম্যাচে রবীন্দ্র জাদেজার বলে ঋদ্ধিমান সাহার ক্যাচ ধরে আইপিএলে ১০০ ক্যাচ ধরার নজির গড়লেন৷ এদিন তিনি ৩ টি ক্যাচ ধরেন৷ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এদিন ১০০ ক্যাচ (MS Dhoni 100 catch) ধরে আইপিএলের (IPL) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন৷ আইপিএলের ৪৪ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল চেন্নাই সুপার কিংস৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: মাঠের মধ্যে বিপক্ষের খেলোয়াড়ের পাশে হঠাৎই এ কী করলেন Suresh Raina, দেখুন Video
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement