Siliguri News: পুরভোট দ্রুত করার দাবি জানিয়ে পথে বাম এবং কংগ্রেস, গণ স্বাক্ষর অভিযান বামেদের, ভোট প্রস্তুতি কংগ্রেস শিবিরে!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শিলিগুড়ি (Siliguri), কলকাতা সহ রাজ্যের ১০০-র বেশি পুরসভার (Municipality Election) ভোটের দিনক্ষন এখনও চূড়ান্ত করেনি রাজ্য নির্বাচন কমিশন।
#কলকাতা: ভবানীপুর সহ তিন কেন্দ্রে উপনির্বাচন মিটেছে। রাজ্যে বাকি চার আসনের উপনির্বাচন হবে ৩০ অক্টোবর। ইতিমধ্যেই নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শারোদৎসব মিটতেই ভোট উৎসব হবে রাজ্যে। কিন্তু শিলিগুড়ি (Siliguri), কলকাতা সহ রাজ্যের ১০০-র বেশি পুরসভার (Municipality Election) ভোটের দিনক্ষন এখনও চূড়ান্ত করেনি রাজ্য নির্বাচন কমিশন।
বেশিরভাগ পুরসভারই মেয়াদ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কোথাও সরকারি আধিকারিক রয়েছেন পুরসভার বোর্ডের শীর্ষে, আবার কোথাও শাসক দলের নেতারাই পুরসভার প্রশাসকের পদে। "এটা সম্পূর্ণ বেআইনি এবং নীতি বিরোধী। পুর আইনকে বুড়ো আঙুল দেখানো হয়েছে।" এই অভিযোগ তুলেছে বামেরা। হাইকোর্টের দ্বারস্থও হবে তাঁরাও। একই অভিযোগের সুর কংগ্রেসের গলাতেও। কার্যত একসুরে দ্রুত শিলিগুড়ি (Siliguri) পুরসভার নির্বাচন (Siliguri Municipality election) করাতে হবে, এই আওয়াজ তুলেছে বাম এবং কংগ্রেস নেতৃত্ব।
advertisement
আরও পড়ুন - Bizarre: কেটে নেওয়া হয়েছে মুণ্ডু, তারপরেও লাফিয়ে চলেছে Frog, শিউরে ওঠার মতো ভিডিও Viral
advertisement
ইতিমধ্যেই এই ইস্যুতে পুরসভা (Siliguri Municipality) অভিযানও করেছে বামেরা। আর আজ থেকে গণ স্বাক্ষর অভিযানে নামল বামেরা। বাড়ি-বাড়ি গিয়ে দলীয় কর্মী, সমর্থকরা স্বাক্ষর অভিযান শুরু করেছে আজ থেকে। হাসমি চকে সই করলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যও। আগামীকাল পুরসভার কমিশনারের সঙ্গে দেখাও করবেন প্রাক্তন বাম কাউন্সিলরদের এক প্রতিনিধি দল।
advertisement

দ্রুত নির্বাচনের দাবিও তুলেছেন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। পুজোর পরই পুর নির্বাচন হবে, কার্যত ধরে নিয়েই প্রস্তুতিও শুরু করেছে কংগ্রেস। বামেদের সঙ্গে এবারে জোট হবে কিনা তা দূরে সরিয়ে এককভাবে লড়াইয়ের প্রস্তুতি শুরু কংগ্রেস শিবিরে। গত পুর নির্বাচনে জোট করে লড়ে চারটি আসন জেতে কংগ্রেস। এর মধ্যে দুই ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর পিন্টু ঘোষ এবং সীমা সাহা যোগ দিয়েছেন তৃণমূলে। এসব ভুলে জয়ের জন্যে ঝাঁপাবে কংগ্রেস বলে দাবি শঙ্কর মালাকারের। নির্বাচনে নতুন মুখই হবে দলের প্রার্থী। একঝাঁক নবীন মুখকে দেখা যাবে বিভিন্ন ওয়ার্ডে বলে জানান তিনি। দলীয় নেতা, কর্মীদের সঙ্গে আলোচনাও শুরু করেছে তারা।
advertisement
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে "শূণ্য" হলেও কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের দাবি, "আমরা হেরেছি, কিন্তু হারিয়ে যায়নি। তার উত্তর মিলবে পুরভোটে।" দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে আসরে দু'দুবারের বিধায়ক শঙ্কর মালাকার।
advertisement
Partha Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2021 8:15 AM IST