#অটোবা: কোনও মানুষই কখনওই ভাবেননি বিজ্ঞানের এই অগ্রগতির যুগে এভাবে মহামারি ছড়িয়ে পড়বে৷ আর তার প্রভাবে পৃথিবীর বিভিন্ন দেশকে লকডাউন করে দিতে হবে৷ ২০২০-র পর থেকে যা যা ঘটনা ঘটছে তাতে মানুষ একেবারে হতচকিত৷ যা কল্পনাও করা যেত না৷ অ্যালিয়েন্স বাম ইউএফও - হয়ত সামনাসামনি দেখা যেতে পারে এমন পরিস্থিতি তৈরি হওয়াও অসম্ভব নয়৷ এখন মানুষ জানেন জম্বি কি? পুরনো বাংলা সাহিত্য অনুযায়ি যা স্কন্ধকাটা ভূত! যারা মরে যাওয়ার পরেও বেঁচে থাকে৷ সোশ্যাল মিডিয়ায় এরকমই এক আজব (Bizarre) ভয়ের স্কন্ধকাটা ব্যাঙের (Frog) ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে৷ যার মাথা কেটে নেওয়ার কয়েক ঘণ্টা পরেও সে বেঁচে ছিল৷
এক ব্যক্তি মুণ্ডু কাটা ব্যাঙকে এভাবে লাফাতে দেখে অবাক হয়ে যায়৷ কানাডার অটোবার বাসিন্দা ৩২ বছরের এক ব্যক্তি এই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গেছে৷ যে আপলোড করেছে সে মুণ্ডু কাটা ব্যাঙকে লাফাতে দেখে রেকর্ড করে নেয় সেই দৃশ্য৷ মাথা কাটা যাওয়ার পর সে শ্বাস নিতে পারছিল৷ মুণ্ডু কাটা হওয়ার জন্যেও তার কোনও অসুবিধা হচ্ছিল না৷ ভিডিও যখন করা হচ্ছিল তখন যে ভিডিও করেছিল তার দিকেও লাফিয়ে এসেছিল৷
আরও পড়ুন - IPL Points Table 2021: RCB-র জয়ে KKR -র চাপ! কী বলছে পয়েন্টের সাপ -সিঁড়ি
দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এই আজব (Bizarre) ভাইরাল ভিডিও (Viral Video) দেখবেন না৷
ওই নেটিজেন একটি জম্বি ব্যাঙ বলেছেন অর্থাৎ এটি আসলে একটি ভূত ব্যাঙ৷ যে মুণ্ডু কাটা ব্যাঙ বুঝতে পারে তার আশেপাশে কেউ এসেছে সে লাফাতে শুরু করে৷ প্রথমে এভাবে আজব মুণ্ডু কাটা ব্যাঙকে লাফাতে দেখে তিনি ভয়ে চিৎকার করে ওঠেন৷ ব্যাঙটি কী ভাবে শ্বাস নিচ্ছে? জীববিদ্যার অধ্যাপকদের মতে ব্যাঙরা মাথা কাটার পরেও নিঃশ্বাস নিতে পারে এটা কোনও ভৌতিক ব্যাপার নয়৷
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ারের পরেই এতটা ভয়ানক হওয়া সত্ত্বেও আজব (Bizarre) হওয়ার জন্য তা ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে যায়৷ মানুষরা এই ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন৷ বিশেষজ্ঞদের মতে মস্তিষ্ক দেহের খুব গুরুত্বপূর্ণ অংশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bizarre, Viral Video