IPL Points Table 2021: RCB-র জয়ে KKR -র চাপ! কী বলছে পয়েন্টের সাপ -সিঁড়ি

Last Updated:

আইপিএল ২০২১ -র (IPL 2021) ৪৩ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) একতরফাভাবে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ৭ উইকেটে হারিয়ে দিয়েছে৷

 ipl 2021 points table: latest update after rcb beat rr by 7 wickets- Photo -PTI
ipl 2021 points table: latest update after rcb beat rr by 7 wickets- Photo -PTI
#কলকাতা:  আইপিএল ২০২১ -র (IPL 2021) ৪৩ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) একতরফাভাবে রাজস্থান রয়্যালসকে  (Rajasthan Royals) ৭ উইকেটে হারিয়ে দিয়েছে৷ দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে খেলা ম্যাচে রাজস্থান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৯ রান তোলে৷ ব্যাঙ্গালোর (RCB) মাত্র ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ব্যাঙ্গালোরের জয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৩০ বলে ৫০ রান করেন৷ শ্রীকর ভরত ৪৪ রান করেন৷  ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল ৩ টি ও যুজবেন্দ্র চাহাল ও শাহবাজ আহমেদ ২ টি করে উইকেট নেন৷ ব্যাঙ্গালোরের এই জয়ের ফলে ফের আইপিএল পয়েন্ট টেবলে (IPL 2021 Points Table) বড় পরিবর্তন এল৷
আইপিএল ২০২১ পয়েন্ট টেবলে (IPL 2021 Points Table) প্রথম  দুটি স্থানে কোনও পরিবর্তন হয়নি৷ চেন্নাই ও দিল্লি দুই দলেরই ১৬ -১৬ অঙ্ক নিয়ে যথাক্রমে পয়েন্ট টেবলের এক ও দু নম্বরে রয়েছে৷ চেন্নাই রান রেটের বিচারে দিল্লিকে দু নম্বরে রেখে নিজেদের এক নম্বরে রেখেছে৷ ব্যাঙ্গালোর  (RCB) ১১ ম্যাচের ৭ টি জয় পেয়েছে৷ পাশাপাশি নিজের রানরেটও শুধরে নিয়েছে৷ কেকেআরের কাছের হারের পর ব্যাঙ্গালোর নেট রানরেট বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল৷ এখন তাদের ১৪ পয়েন্ট রয়েছে৷ ব্যাঙ্গালোরের নেট রানরেট এখন -0.২০০৷ এই নয় এই জয়ের পরে নিজের দুই প্রতিপক্ষ থেকে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) থেকে ৪ অঙ্কের পার্থক্য করে নিয়েছে৷
advertisement
advertisement
রাজস্থান রয়্যালস খেল খতম
রাজস্থান রয়্যালসের এদিকে আশা কার্যত শেষ৷ ব্যাঙ্গালোরের হারের পর প্লে অফের বড় ঝটকা লাগে৷ রাজস্থান এখন ১১ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে৷ তাদের রানরেট -০.৪৬৮৷ এই দল প্লে অফে পৌঁছনোর পর তিন ম্যাচে বড় পয়েন্টের অঙ্কে তাদের জিততে হবে৷ বর্তমানের পরিস্থিতি দেখে এটা অসম্ভব মনে হচ্ছে৷
advertisement
প্লে অফের রেসে এখন রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ চতুর্থ নম্বর স্পটের জন্য কলকাতা (KKR) ও মুম্বইয়ের মধ্যে সবচেয়ে কড়া টক্কর হচ্ছে৷ আর পঞ্জাহ ও রাজস্থানকেও এই রেসের সম্পূর্ণ বাইরে রাখা যাচ্ছে না৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL Points Table 2021: RCB-র জয়ে KKR -র চাপ! কী বলছে পয়েন্টের সাপ -সিঁড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement