OMG! স্বামী একেবারে চরিত্রহীণ! বউয়ের ছবিতেই লুকিয়ে ছিল রহস্য, জুম করতেই এল সামনে

Last Updated:

মহিলা জানিয়েছেন তিনি যখন তাঁর স্বামীকে এই নিয়ে প্রশ্ন করেন তিনি পুরো বিষয়টি তিনি একেবারে অস্বীকার করে দেন৷

wife caught husband clicking another bikini woman bathing photos-Photo Courtesy- Tiktok
wife caught husband clicking another bikini woman bathing photos-Photo Courtesy- Tiktok
#ফ্লোরিডা: স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, ঝামেলা হতেই থাকে, এই বাদনুবাদই নাকি দাম্পত্যের মিষ্টত্ব আরও বাড়িয়ে দেয়৷ কখনও স্বামী -স্ত্রীকে আবার কখনও স্ত্রী- স্বামীকে বিভিন্ন ভাবে কথা শোনান, তাতে সম্পর্কটা টক-মিষ্টি হয়ে আরও মাখোমাখো হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় মহিলা নিজের স্বামীর এক কেলেঙ্কারির ছবি পোস্ট করে ভাইরাল হয়ে গেলেন৷ যে ছবি দেখে প্রচুর স্বামী-স্ত্রী একই সঙ্গে মজা নিয়েছেন৷ যে ভদ্রমহিলা ছবি দিয়েছিলেন তিনি ও তাঁর স্বামী সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন৷ সেখানেই হয়েছিল কেলেঙ্কারি৷
ফ্লোরিডায় সমুদ্রেক তিরে ঘুরতে গিয়েছিলেন এক মহিলা, সঙ্গী তাঁর স্বামী৷ সেখানে বেড়াতে গিয়ে স্বামী নিজের স্ত্রী-র বিভিন্ন পোজে ছবি তুলেছিলেন৷ সেখানে অবশ্য মহিলা কিছু বুঝতে পারেননি৷ তিনি ছুটি কাটিয়ে বাড়ি ফিরে আসার পর ছবি দেখতে স্বামীকে হাতেনাতে ধরতে পারেন৷ আসলে তাঁর স্বামী তাঁর ছবি তুলছিলেন না৷ মহিলার পিছনে দাঁড়িয়ে ছিলেন এক বিকিনি পরিহিতা মহিলা৷ আসলে মহিলার স্বামী ওই বিকনি পরিহিতা স্নানরত মহিলার ছবি তুলছিলেন৷ মহিলা টিকটকে নিজের স্বামীর চরিত্রহীণতার প্রমাণ তুলে দিয়েছেন নেটিজেনদের হাতে৷
advertisement
advertisement
ছুটিতে বেড়াতে যাওয়ার এই ছবি বাড়িতে এসে দেখতে গিয়েই সিক্রেট আউট!
টিকটকে  @thicctok5280 (Tiktok)  এই নামে মহিলার অ্যাকাউন্ট রয়েছে৷ গত কয়েক সপ্তাহ আগে তিনি স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন৷ সেখানে তিনি খুব খুশি হয়েছিলেন  যে তাঁর স্বামী তাঁকে এত ছবি তুলে দিয়েছেন৷ মহিলা পোজ দিয়ে যাচ্ছিলেন আর তাঁর স্বামীও সেই ছবি তুলে যাচ্ছিলেন৷ বাড়িতে এসে ছবি দেখতে গিয়েই কেলেঙ্কারি, সেখানে দেখা যায় স্বামীর ছবির ফোকাসে মহিলার পিছনে স্নানরত মহিলা৷
advertisement
মহিলা জানিয়েছেন তিনি যখন তাঁর স্বামীকে এই নিয়ে প্রশ্ন করেন তিনি পুরো বিষয়টি তিনি একেবারে অস্বীকার করে দেন৷ কিন্তু ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে স্বামী নিজের ছবির ব্যাখ্যা ঠিকই করেছেন৷ কারণ ছবিগুলি জুম করলেই দেখা যাচ্ছে পিছনে বিভিন্ন পোজে বিকনি পরিহিতা মহিলা স্নাব করছেন৷ এই পোস্ট এখন চূড়ান্ত গতিতে ভাইরাল ( Viral) হচ্ছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
OMG! স্বামী একেবারে চরিত্রহীণ! বউয়ের ছবিতেই লুকিয়ে ছিল রহস্য, জুম করতেই এল সামনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement